বেঙ্গালুরু, 6 অগস্ট: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার চাঁদের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ৷ একই সঙ্গে ইসরো দাবি করেছে, 'চন্দ্রযান-3' চন্দ্র কক্ষপথে প্রবেশের একদিনের মাথাতেই এই ছবি পাঠিয়েছে ৷
ক্যাপশন-সহ টুইটারে ইসরোর তরফে লেখা হয়েছে, চন্দ্রযান-3 মিশনে চাঁদের প্রথম ছবি ৷ চন্দ্রযান-3 দ্বারা দেখা চাঁদের প্রথম ছবি এটি ৷ ভিডিয়োটিতে চাঁদকে নীল-সবুজ রঙে অনেকগুলি গর্ত-সহ দেখা যাচ্ছে ৷ রবিবার গভীর রাতে চাঁদের দ্বিতীয় অক্ষে প্রবেশ করবে চন্দ্রযান-3 তার কয়েক ঘণ্টা আগে ভিডিয়ো প্রকাশ করল ইসরো ৷
ইসরোর তরফে জানানো হয়েছে, মহাকাশযান তার গতিপথকে আরও সামঞ্জস্য করতে এবং চাঁদের পৃষ্ঠের কাছাকাছি যেতে আগামী কয়েক দিন চাঁদকে ক্রমাগত প্রদক্ষিণ করতে থাকবে ৷ অর্থাৎ চাঁদের পৃষ্ঠের উপরে 100 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে এটি ভ্রমণ করবে। কারণ হিসাবে ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার আগে নিজেকে গুছিয়ে নিতেই এই ভ্রমণ ৷ যাতে সঠিক অবতরণ নিশ্চিত করা যায়।