পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3: চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো, মেপেছে চন্দ্রযান 3-এর পেলোড - বিক্রম ল্যান্ডার

ISRO releases graph of temperature variation on lunar surface: চন্দ্রযান 3-এর পেলোড দ্বারা পরিমাপ করা চন্দ্রের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ রবিবার প্রকাশ করল ইসরো ৷

Chandrayaan-3
চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 5:29 PM IST

Updated : Aug 27, 2023, 11:01 PM IST

বেঙ্গালুরু, 27 অগস্ট: চাঁদের পৃষ্ঠে তাপমাত্রার পরিবর্তনের একটি গ্রাফ প্রকাশ করল ইসরো ৷ যে গ্রাফের গভীরতা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে ৷ চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার মডিউলে সিএইচএএসটিই (ChaSTE) পেলোড দ্বারা পরিমাপ করা হয়েছে এই তাপমাত্রার পরিবর্তন ৷

মহাকাশ সংস্থার মতে, চাঁদের পৃষ্ঠের তাপীয় আচরণ বোঝার জন্য দক্ষিণ মেরুর চারপাশে চন্দ্রের শীর্ষে থাকা মৃত্তিকার তাপমাত্রার প্রোফাইল পরিমাপ করেছে চন্দ্রের সারফেস থার্মোফিজিকাল এক্সপেরিমেন্ট (ChaSTE) । ইসরো টুইটারে আজ জানিয়েছে,

"অনবোর্ড বিক্রম ল্যান্ডার থেকে ChaSTE পেলোডের প্রথম পর্যবেক্ষণ । ChaSTE চাঁদের পৃষ্ঠের তাপীয় আচরণ বোঝার জন্য মেরুটির চারপাশে চন্দ্রের উপরের মৃত্তিকার তাপমাত্রার প্রোফাইল পরিমাপ করে ৷"

পেলোডটিতে একটি নিয়ন্ত্রিত অনুপ্রবেশ প্রক্রিয়া দ্বারা সজ্জিত একটি তাপমাত্রা অনুসন্ধান যন্ত্র রয়েছে, যা পৃষ্ঠের নীচে 10 সেন্টিমিটার গভীরতায় পৌঁছতে সক্ষম ।

ইসরো জানিয়েছে, "যন্ত্রটিতে 10টি পৃথক তাপমাত্রা সেন্সর লাগানো হয়েছে । উপস্থাপিত গ্রাফটি অনুসন্ধানের অনুপ্রবেশের সময় রেকর্ড হওয়া বিভিন্ন গভীরতায় চন্দ্রের পৃষ্ঠ/সন্নিধ্য-পৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তনগুলিকে চিত্রিত করে । এটি চন্দ্রের দক্ষিণ মেরুর জন্য প্রথম এই ধরনের প্রোফাইল । বিস্তারিত পর্যবেক্ষণ চলছে ৷"

পেলোডটি ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) এর স্পেস ফিজিক্স ল্যাবরেটরি (এসপিএল) এর নেতৃত্বে একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল যাদের সহযোগিতা করেছিল আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (পিআরএল) ৷

আরও পড়ুন:শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো

ইসরো গত বুধবার ইতিহাস রচনা করে সফল ভাবে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলকে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করিয়েছে ৷ প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করে ভারত ৷ আর তারা চাঁদে পা রাখল চতুর্থ দেশ হিসেবে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Aug 27, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details