বেঙ্গালুরু, 5 সেপ্টেম্বর:চন্দ্রপৃষ্ঠে স্থির ভাবে দাঁড়িয়ে থাকা ল্যান্ডার 'বিক্রম'য়ের একটি 3ডি চিত্র প্রকাশ করলো ইসরো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এই ছবিটি তুলেছে রোভার 'প্রজ্ঞান' ৷ মঙ্গলবার এক্স (টুইটার) হ্যান্ডেলে ইসরো জানিয়েছে, 30 অগস্ট এই ছবিটি তোলে রোভার ৷ ন্যাভক্যাম (NavCam) স্টেরিও ইমেজ প্রযুক্তি ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে ৷
সোশাল মিডিয়ায় চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের দূত ল্যান্ডার 'বিক্রম'য়ের এই নতুন ছবি প্রকাশ করে ইসরো জানিয়েছে, এই ধরনের ছবিকে অ্যানাগ্লিফ বলা হয় ৷ এটি কোনও বস্তুর 3ডি ছবি ৷ ইসরো আরও জানিয়েছে, এই স্টেরিও বা মাল্টিভিও 3ডি ছবিটি যে ন্যাভক্যাম (NavCam) প্রযুক্তি ব্যবহার করে তোলা হয়েছে তা তৈরি করেছে ইসরোর এলইওএস (LEOS) বিভাগ এবং তথ্য বিশ্লেষণের দায়িত্বে রয়েছে ইসরোর স্পেস অ্যাপলিকেশন সেন্টার বা এসএসি (SAC) ৷ এই ছবিতে চন্দ্রপৃষ্ঠজুড়ে যে লাল ও সবুজ রঙ দেখা যাচ্ছে, তার কারণও ব্যাখ্যা করেছে ইসরো ৷ এই ছবিটিতে 3-চ্যানেল ছবি বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷ লাল, নীল ও সবুজ ন্যাভক্যামের এই তিন চ্যানেলের মাধ্যমে ছবি ওঠায় ওই রঙের সৃষ্টি হয়েছে বলে ইসরো জানিয়েছে ৷
গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার 'বিক্রম' ৷ তার কয়েক ঘণ্টা পর ল্যান্ডারের ভিতর থেকে চন্দ্রপৃষ্ঠে নামে রোভার 'প্রজ্ঞান' ৷ তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল গত কয়েকদিন ধরে সেই কাজ শেষ করেছে 'বিক্রম' ও 'প্রজ্ঞান' ৷ চাঁদের মাটিতে প্রায় 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে রোভার ৷ চাঁদের দক্ষিণ মেরুতে সেটি সন্ধান পেয়েছে সালফার-সহ বেশ কয়েকটি মৌলের ৷
আরও পড়ুন: অ্যাসাইনমেন্ট সেরে চাঁদের বুকে ঘুমিয়ে পড়ল বিক্রম, ফের কবে জাগবে; জানাল ইসরো
অন্যদিকে, ল্যান্ডার 'বিক্রম'য়ের সঙ্গে থাকা পেলোড (ChaSTE) চাঁদের এই অংশের মাটির বিভিন্ন স্তরের তাপমাত্রার তারতম্যও পরীক্ষা করেছে ৷ বর্তমানে চাঁদে রাত শুরু হওয়ায় ধীরে ধীরে শীতল হতে শুরু করেছে সেখানকার আবহাওয়া ৷ তাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে 'প্রজ্ঞান' ও 'বিক্রম' ৷ ইসরো জানিয়েছে 14 দিন পর ফের চাঁদে দিন শুরু হলে তাদের ঘুম ভাঙানোর চেষ্টা হবে ৷ ঘুমের দেশে যাওয়ার আগে সোমবার আরও একবার সফট ল্যান্ডিং হয় বিক্রমের ৷ শিবশক্তি পয়েন্ট থেকে 40 সেন্টিমিটার উপরে উঠে সেটি 30-40 সেমি দূরে গিয়ে অবতরণও করে ৷ উল্লেখ্য, চাঁদের মাটিতে যেখানে অবতরণ করেছিল ল্যান্ডার 'বিক্রম' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই জায়গার নাম দিয়েছেন শিবশক্তি পয়েন্ট ৷