পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISRO Maiden SSLV-D1: লক্ষ্যপূরণে ব্যর্থ এসএসএলভি, মহাকাশে পৌঁছেও অকেজো দু'টি উপগ্রহ - লক্ষ্য পূরণে ব্যর্থ এসএসএলভি

ইসরোর তরফে জানানো হয়েছে, নতুন এসএসএলভি স্যাটেলাইট ভেহিকেলটির উৎক্ষেপণ সফল হলেও, শেষ পর্যায়ে এসে সেটি দু'টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে (ISRO maiden SSLV rocket) ৷ ফলে আর কোনও কাজেই লাগবে না রবিবার উৎক্ষেপিত হওয়া এই উপগ্রহ দু'টি ৷

SSLV rocket suffers failure
লক্ষ্য পূরণে ব্যর্থ এসএসএলভি

By

Published : Aug 7, 2022, 3:43 PM IST

Updated : Aug 7, 2022, 4:57 PM IST

শ্রীহরিকোটা, 7 অগস্ট: বড় ধাক্কা খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর প্রথম এসএসএলভি রকেটের উৎক্ষেপণ (ISRO maiden SSLV rocket) ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, নতুন এই স্যাটেলাইট ভেহিকেলটির উৎক্ষেপণ সফল হলেও, শেষ পর্যায়ে এসে সেটি দু'টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে ৷ ফলে আর কোনও কাজেই লাগবে না রবিবার উৎক্ষেপিত হওয়া এই উপগ্রহ দু'টি ৷

রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় 'এসএসএলভি-ডি1' রকেটটি ৷ এদিনই প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী এসএসএলভি শ্রেণির এই রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ৷ 'আর্থ অবজারভেশন স্যাটেলাইট-02' ও 'আজাদি স্যাট' নামে দুটি কৃত্রিম উপগ্রহ নিয়ে এদিন মহাকাশে পাড়ি দেয় 'এসএসএলভি-ডি1' ৷ উৎক্ষেপণ পর্ব ও তার পরবর্তী ধাপগুলি সফলভাবে অতিক্রম করলেও বিপত্তি বাধে শেষ পর্যায়ে এসে ৷

আরও পড়ুন: শ্রীহরিকোটা থেকে এসএসএলভি উৎক্ষেপণ, যাত্রী 750 পড়ুয়ার 'আজাদিস্যাট'

ইসরোর তরফে জানানো হয়েছে উৎক্ষেপণের শেষ পর্যায়ে বহু তথ্য হারিয়ে গিয়েছে ৷ উপগ্রহ দু'টিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে 'এসএসএলভি-ডি1' ৷ ফলে মহাকাশে পৌঁছলেও আর কোনও কাজেই লাগবে না এই উপগ্রহ দুটি ৷ মনে করা হচ্ছে সেন্সরের কোনও ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে ৷ ইসরো জানিয়েছে, এর কারণ অনুসন্ধান করতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ খুব শীঘ্রই এসএসএলভি শ্রেণির ডি2 রকেট উৎক্ষেপণ করা হবে বলেও এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Aug 7, 2022, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details