পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3 Soft-landing: বিকেলে চন্দ্রযানের সফট ল্যান্ডিং ! ইতিহাসের অপেক্ষায় দেশ

চন্দ্রযান-3 চাঁদের আরও কাছে এগিয়ে যাচ্ছে ৷ সন্ধ্যা নাগাদ এটি চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে বলে জানা গিয়েছে ৷ ইসরো এই ঘটনার সরাসরি সম্প্রচার করবে যাতে সাধারণ মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবতে পারেন ৷

ETV Bharat
চন্দ্রযান 3 এর সফ্ট ল্যান্ডিং

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 8:27 AM IST

Updated : Aug 23, 2023, 8:44 AM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: দেশবাসীর নজর আজ চন্দ্রযানের দিকে ৷ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান 3 ৷ বিকেল 5.20 মিনিট থেকে এই ঐতিহাসিক ঘটনার সরাসরি সম্প্রচার দেখাবে ইসরো ৷ দেশজুড়ে এই সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্ল্যানেটরিয়াম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে-সহ অন্য সংগঠনের দফতরে ৷ বিজ্ঞানী ও শিক্ষকরা পড়ুয়াদের চন্দ্রাভিযানের বিষয়ে বলবেন।

দিল্লির ইন্দিরা গান্ধি প্ল্যানেটরিয়ামে বুধবার চন্দ্রযান-3-এর উপর একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে ৷ প্ল্যানেটরিয়ামের কাউন্সিল চত্বরে সকাল 10.30 মিনিট থেকে ওয়ার্কশপ শুরু হবে ৷ চলবে দুপুর 12.30 মিনিট পর্যন্ত ৷ এখানে বিজ্ঞানী ডঃ অনিরুদ্ধ উনিয়াল চাঁদের বিষয়ে একটি বক্তৃতা দেবেন ৷ তিনি রিমোট সেন্সিং অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের বিজ্ঞানী ৷

এছাড়া চন্দ্রযান-3 নিয়ে বিভিন্ন তথ্যও দেবে ইন্দিরা গান্ধি প্ল্যানেটরিয়াম ৷ এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সংশাপত্র দেওয়া হবে ৷ চন্দ্রযান-3-এর সফট ল্যান্ডিংয়ের সরাসরি সম্প্রচার দেখাবে এই প্ল্যানেটরিয়াম ৷ সাধারণ মানুষ এই ঘটনা দেখার সুযোগ পাবে ৷ ইসরো সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল 5.20 মিনিটে চন্দ্রযান-3-এর চাঁদে নামার প্রক্রিয়া শুরু হবে ৷ ইসরোর ওয়েবসাইট থেকে সরাসরি এই অবতরণ দেখা যাবে ৷ এছাড়া ইউটিউব চ্যানেল, ফেসবুকেও এই ঘটনা দেখতে পাবে দেশবাসী ৷ ডিডি ন্যাশনাল টিভি এর সম্প্রচার করবে 5.27 মিনিটে ৷

আরও পড়ুন:চন্দ্রাভিযানের সাফল্য বিজ্ঞানীদের, কোনও রাজনৈতিক ব্যক্তির নয়; বার্তা মমতার

এর আগে চাঁদের পিঠে সফল সফট ল্যান্ডিং করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন ৷ 23 অগস্ট বুধবার ভারতীয় মহাকাশযানটিও ঠিকঠাক সফট ল্যান্ডিং করতে পারলে, তা একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে ৷ বিশ্বে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছে ৷ গত 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-3 ৷ এর আগে চন্দ্রযান-2 চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল ৷ কিন্তু তা সফল হয়নি ৷ এবার সেই অধরা স্বপ্ন পূরণ হবে বলেই আশা দেশের। (সংবাদসংস্থার তথ্য সহ)

Last Updated : Aug 23, 2023, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details