শ্রীহরিকোটা, 7 অগস্ট:প্রথম এসএসএলভি রকেট উৎক্ষেপণ করল দেশ ৷ রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত 'সতীশ ধাওয়ান স্পেস সেন্টার' থেকে দেশের প্রথম নতুন এই রকেটটি উৎক্ষেপণ করা হয় ৷ নির্ধারিত সময় ছিল সকাল 9.18 মিনিট ৷ এসএসএলভি-ডি1-এর মধ্যে রয়েছে পৃথিবী পর্যবেক্ষণকারী একটি উপগ্রহ এবং পড়ুয়াদের নির্মিত স্যাটেলাইট 'আজাদিএসএটি' (ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota) ৷ 120 টন ওজনের এসএসএলভি রকেট এই দু'টি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে ছেড়ে আসবে, আশা বিজ্ঞানীদের ৷
উৎক্ষেপণের ক'মিনিট পরেই ইসরো প্রধান এস সোমানাথ বলেন, "প্রতিটি ধাপে এসএসএলভি-ডি1 আশানুরূপ ভাবে উতরে গিয়েছে ৷ মিশনের একেবারে শেষ পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ আমরা সেটি বিশ্লেষণ করে দেখছি ৷ উপগ্রহ এবং লঞ্চ ভেহিকলটি কোথায় কী অবস্থায় আছে, তা জানাব ৷" তাই যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞানীরা সেই তথ্য খতিয়ে দেখে জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একে সম্পূর্ণ সফল উৎক্ষেপণ বলা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷
আরও পড়ুন: এসএসএলভি-র জন্য সলিড বুস্টার স্টেজের উৎক্ষেপণ করল ইসরো
আজাদিএসএটি (What is AzaadiSAT) :
স্বাধীনতার 75 বছরে 'আজাদা কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে এসএসএলভি রকেটে রয়েছে আজাদিএসএটি বা আজাদিস্যাট ৷