শ্রীহরিকোটা, 2 সেপ্টেম্বর: হাতের মুঠোয় চাঁদ আগেই এসেছে ৷ এবার গন্তব্য সূর্য ৷ সকাল 11.50 মিনিটে সূর্য গবেষণার জন্য জন্য রওনা দিল আদিত্য-এল1 ৷ তাকে নিয়ে মহাকাশের পথে উড়ে গেল পিএসএলভি এক্সএল রকেট ৷ বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সূর্যাভিযানের উদ্দেশে মহাকাশযান পাঠাল ভারত ৷ প্রথমে এই মহাকাশযানটিকে পৃথিবীর নিম্ন কক্ষে স্থাপন করা হবে ৷ পরবর্তীকালে, কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হবে এবং পরবর্তীতে অনবোর্ড প্রপালশন ব্যবহার করে মহাকাশযানটিকে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের (এল1) দিকে নিয়ে যাওয়া হবে ।
আদিত্য এল1 ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক অবজারভেটরি ৷ এর কাজ হবে সূর্যকে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা ৷ যে পয়েন্টে থাকবে, সেটাকে এল1 বা সান-আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলে ৷ সেখান থেকেই সৌর করোনার ও সৌর বায়ুর ইন-সিটু পর্যবেক্ষণ করবে ৷ পৃথিবী থেকে এই এল-1 পয়েন্টের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার ৷ সেখান থেকে আদিত্য এল-1 সরাসরি সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে ৷ সূর্যের উত্তপ্ত হওয়ার কারণ, সূর্যকে ঘিরে থাকা বাতাসের রাসায়নিক উপাদান, তার উত্তাপ এবং সূর্য সংক্রান্ত নানা বিষয়ে ইসরোকে তথ্য পাঠাবে আদিত্য এল-1 ৷ এর মধ্যে 7টি পেলোড রয়েছে ৷