পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISRO Gaganyaan Mission: গগনযান মিশনের মানববিহীন মহাকাশ অভিযানের প্রস্তুতি শুরু ইসরোর

ISRO Unmanned Flight Test for Gaganyaan Mission: ইসরো তার মানববিহীন গগনযান মিশনের প্রস্তুতি শুরু করেছে ৷ মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছে, ‘দ্য ফ্লাইট টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশন-1’ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 1:07 PM IST

বেঙ্গালুরু, 7 অক্টোবর: ভারতের দীর্ঘদিনের স্বপ্নের মহাকাশ গবেষণার প্রস্তুতি শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ, ইসরো ৷ গগনযান মিশনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মানববিহীন ফ্লাইট ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়েছে ৷ শনিবার আনুষ্ঠানিকভাবে ইসরোর তরফে একথা ঘোষণা করা হল ৷ এ দিন ইসরোর সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই বলা হয়েছে, ইসরো মানববিহীন গগনযান মিশনের প্রস্তুতি শুরু করেছে ৷ আর এই মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছে, ‘দ্য ফ্লাইট টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশন-1’ ৷

ইসরো তার সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘‘মিশন গগনযান: ইসরো তার গগনযান মিশনের মানববিহীন ফ্লাইট ট্রায়ালের কাজ শুরু করে দিয়েছে ৷ ফ্লাইট টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-1 (টিভি-ডি1) প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে তৈরি ৷ ক্রু এস্কেপ সিস্টেমের কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে ৷’’ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ক্রু মডিউল (সিএম), যা সম্পূর্ণভাবে চাপহীন সংস্করণ সেটি সবরকম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে প্রস্তুত হয়েছে ৷ এবার সেটিকে মহাকাশে উৎক্ষেপণের জন্য লঞ্চ কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুত চলছে ৷

আরও পড়ুন:চন্দ্রযান-3 এর সাফল্যে খুশি, 9 মহাকাশ বিজ্ঞানীর জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের

ইসরোর তরফে বলা হয়েছে, এই ক্রু মডিউল বা সিএম হাউসে মহাকাশযানে কোনওরকম ক্ষতি হলে, তা মেরামত করে পুনরায় সক্রিয় করার ব্যবস্থা রয়েছে ৷ এই মডিউলে রয়েছে একাধিক প্যারাশুট, মেরামতি সংক্রান্ত সামগ্রী এবং পাইরোস ৷ সেই সঙ্গে দিক নির্ণয়, রেডিয়ো বার্তা গ্রহণ ও প্রেরণ এবং টেলিমেটরি-সহ নানান অত্যাধুনিক মহাকাশ গবেষণা সংক্রান্ত ব্যবস্থা থাকছে এই মানববিহীন গগনযানে ৷ মহাকাশে উৎক্ষেপণের পর, তার কাজ শেষ করে বঙ্গোপসাগরে পড়বে এই গগনযান ৷ সেটিকে উদ্ধার করার জন্য নির্ধারিত জলযানের ব্যবস্থা হয়ে গিয়েছে ৷ আর সেটিকে পরিচালনা ও উদ্ধার করার জন্য ভারতীয় নৌসেনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details