বেঙ্গালুরু, 7 অক্টোবর: ভারতের দীর্ঘদিনের স্বপ্নের মহাকাশ গবেষণার প্রস্তুতি শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ, ইসরো ৷ গগনযান মিশনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মানববিহীন ফ্লাইট ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়েছে ৷ শনিবার আনুষ্ঠানিকভাবে ইসরোর তরফে একথা ঘোষণা করা হল ৷ এ দিন ইসরোর সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই বলা হয়েছে, ইসরো মানববিহীন গগনযান মিশনের প্রস্তুতি শুরু করেছে ৷ আর এই মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছে, ‘দ্য ফ্লাইট টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশন-1’ ৷
ইসরো তার সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘‘মিশন গগনযান: ইসরো তার গগনযান মিশনের মানববিহীন ফ্লাইট ট্রায়ালের কাজ শুরু করে দিয়েছে ৷ ফ্লাইট টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-1 (টিভি-ডি1) প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে তৈরি ৷ ক্রু এস্কেপ সিস্টেমের কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে ৷’’ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ক্রু মডিউল (সিএম), যা সম্পূর্ণভাবে চাপহীন সংস্করণ সেটি সবরকম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে প্রস্তুত হয়েছে ৷ এবার সেটিকে মহাকাশে উৎক্ষেপণের জন্য লঞ্চ কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুত চলছে ৷