শ্রীহরিকোটা, 21 অক্টোবর:সব বাধা কাটিয়ে শেষে গগনযানের সফল উৎক্ষেপণ করল ইসরো ৷ শনিবার সকালে 10টা নাগাদ শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল গগনযান ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গগনযান টিভি-ডি1 মিশনের সফল উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে ৷"
শনিবার সকাল 8টায় গগনযানের উৎক্ষেপণের থাকলেও প্রথমে তা হয়নি ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গগনযানের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ ইঞ্জিন যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তেমনটা হয়নি বলেই আপাতত গগনযানের এই উৎক্ষেপণ স্থগিত করা হল ৷ এদিন তিনি বলেন, "ভেহিকলের কোনও ক্ষতি হয়নি ৷ কোথায় গোলমাল হয়েছে, আমাদের তা খুঁজে বের করতে হবে ৷"
প্রথমে, শনিবার সকাল 8টা নাগাদ গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, এমনটাই জানিয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা ৷ সকালে উৎক্ষেপণের কিছু আগে ইসরো সোশাল মিডিয়ায় জানায়, সকাল 8.30 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা করবে গগনযান ৷ পরে আবহাওয়ার সমস্যার জন্য 8.45 মিনিটে উৎপেক্ষপণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যায় ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছে। সেই কারণে উৎক্ষেপণ স্থগিত হয়ে যায় ৷ পরে জানানো হয়, সকাল 10টায় ফের উৎক্ষেপণ করা হবে ৷