পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISRO launches RLV: ইসরোর মুকুটে নয়া পালক, সফলভাবে এটিআরে অবতরণ করল আরএলভি - ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরএলভির অবতরণ সফল

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিবৃতি দিয়ে জানিয়েছে, অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে আরএলভির পরীক্ষামূলক অবতরণ সফলভাবে হয়েছে । ল্যান্ডিং মিশনটি আজ সকালে চিত্রদুর্গের এটিআর থেকে পরিচালিত হয় ৷ সেটি নিজেই ল্যান্ডিং গিয়ারের সঙ্গে এটিআরে অবতরণ করতে সক্ষম হয় ।

Etv Bharat
ইসরোর মুকুটে নয়া পালক

By

Published : Apr 2, 2023, 6:22 PM IST

চিত্রদুর্গ (কর্নাটক), 2 এপ্রিল: ফের একবার ইসরোর মুকুটে সাফল্য়ের নয়া পালক যোগ হল ৷ এবার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (এটিআর) পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল অটোনোমাস ল্যান্ডিং মিশন (আরএলভি)-র সফলভাবে অবতরণ করাতে সক্ষম হল ইসরো ৷ রবিবার ভোররাতে ডিআরডিও এবং বায়ু সেনার সহযোগিতায় যৌথভাবে কর্ণাটকের চিত্রদুর্গে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (এটিআর) এই পুণর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিক্যাল অটোনোমাস ল্যান্ডিং মিশনটি সফলভাবে পরিচালিত করেছে ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিবৃতি দিয়ে জানিয়েছে, অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে আরএলভির পরীক্ষামূলক অবতরণ সফলভাবে হয়েছে। ইসরো জানিয়েছে, ল্যান্ডিং মিশনটি আজ সকালে চিত্রদুর্গের এটিআর থেকে পরিচালিত হয় ৷ পাশাপাশি মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার আরভিএল লেক্সটিকে নিয়ে প্রায় 4.5 কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম হয়েছে। একই সঙ্গে, সকাল সাড়ে সাতটা নাগাদ এটিআর এয়ারস্ট্রিপে অবতরণও করে।

ইসরোর তথ্য় অনুযায়ী, এটিকে সাড়ে চার কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়ার পর প্রায় 4.6 কিলোমিটার পরিসরে ছেড়ে দেওয়া হয়। এরপরই পুনণর্ব্যবহারযোগ্য লঞ্চ মেশিনটিও ধীর গতিতে যাত্রা শুরু করে। ইসরোর দাবি, কিছুক্ষণ পর সেটি নিজেই ল্যান্ডিং গিয়ারের সঙ্গে এটিআরে অবতরণ করতে সক্ষম হয়। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পুণর্ব্যবহারযোগ্য এই লঞ্চ ভেহিকেলের সাহায্যে দ্বিতীয়বার রকেট উৎক্ষেপণ করা সম্ভব।

মহাকাশ গবেষণা সংস্থা দাবি করেছে, বিশ্বে এই প্রথমবার একটি হেলিকপ্টারে 4.5 কিলোমিটার উচ্চতায় আরভিএল লেক্সকে নিয়ে যাওয়ার পর রানওয়েতে অবতরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ইসরোর পাশাপাশি ভারতীয় বায়ুসেনারও এই পরীক্ষায় যথেষ্ট অবদান রয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট মহল। সেইসঙ্গে সেন্টার ফর মিলিটারি এয়ারওয়ার্ডিনেস অ্যান্ড সার্টিফিকেশন, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট এবং এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্টও এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

আরও পড়ুন: একের পর এক টর্নেডোয় তছনছ আমেরিকার বিভিন্ন শহর, মৃত কমপক্ষে 26

এর আগে 2016 সালের মে মাসে এইচইএক্স মিশনের অংশ হিসাবে ইসরো আরএলভি-টিডির পুণর্প্রবেশ প্রদর্শন করেছিল, যা পুণর্ব্যবহারযোগ্য যানবাহনগুলির ক্ষেত্রে একটি বড় সাফল্য চিহ্নিত করেছিল। সেই মিশনে, আরএলভি বঙ্গোপসাগরের উপরে একটি রানওয়েতে অবতরণ করেছিল।

ABOUT THE AUTHOR

...view details