নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর:দেশের সফল চন্দ্রাভিযান উদযাপনে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ এটির নাম দেওয়া হয়েছে 'চন্দ্রযান-3 মহাক্যুইজ' ৷ জিতলে রয়েছে পুরস্কার ৷ তিন স্থানাধিকারীকে দেওয়া হবে আর্থিক পুরস্কার ৷ এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷
চন্দ্রযান-3 মহাক্যুইজ প্রতিযোগিতা ইসরোর
জানা গিয়েছে, মহাকাশ সম্পর্কে আরও জানতে এবং সকলের মধ্যে কৌতূহল বাড়ানোর লক্ষ্যে চন্দ্রযান-3 মহাক্যুইজ করেছে ইসরো ৷ আগ্রহীরা সরকারি ওয়েবসাইট MyGov.in-এর মাধ্যমে ক্যুইজে অংশ নিতে পারবে । চন্দ্রযান-3 মহাকুইজে 10টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, যা পাঁচ মিনিট বা 300 সেকেন্ডের মধ্যে সমাধান করার চেষ্টা করতে হবে ৷ এর উদ্দেশ্য হল চন্দ্রযান-3 সম্পর্কে আরও তথ্য অন্বেষণ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করা ।
ক্যুইজে কীভাবে অংশ নেবেন ?
ইসরো প্রধান এক্সে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে এই কুইজের কথা ঘোষণা করেন ৷ ভিডিয়োতে তিনি বলেছেন, "আপনারা সকলেই জানেন MyGov একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি স্পেস ক্যুইজ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন । তাই mygov.in-এ চোখ রাখুন । লগ ইন করে স্পেস ক্যুইজ প্রোগ্রামে প্রবেশ করুন এবং অনুসন্ধান করুন। এর অংশ হোন। আমাদের সমর্থন করুন, অনুপ্রাণিত করুন এবং অনুপ্রাণিত হোন।"