হায়দরাবাদ, 31 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষায় লিপ্ত চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভার ৷ তেমনই একটি ভিডিয়ো তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আর সেই ভিডিয়ো শেয়ারের মধ্যে দিয়ে তারা জানিয়েছে একটি বিশেষ উদ্ভাবনের কথা ৷
ভিডিয়োটি শেয়ার করে ইসরো ক্যাপশনে লিখেছে, "রোভারে থাকা আরেকটি যন্ত্র অন্য একটি কৌশলের মাধ্যমে ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় এটা নিশ্চিত করেছে যে, এই অঞ্চলে সালফার (এস)-এর উপস্থিতি রয়েছে ।"
ইসরো আরও লিখেছে, "আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোস্কোপ (এপিএক্সএস) এস-এর সঙ্গে অন্যান্য গৌণ উপাদানগুলিও শনাক্ত করেছে ৷ চন্দ্রযান-3 দ্বারা এই অনুসন্ধানের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলে সালফার (এস) এর উত্সের জন্য নতুন ব্যাখ্যা ভাবতে বাধ্য হচ্ছেন: এটা অন্তর্নিহিত? নাকি আগ্নেয়গিরি ? নাকি উল্কা?,......?"
ভিডিয়োটি 18 সেমি লম্বা এপিএক্সএল-কে ঘোরানো একটি স্বয়ংক্রিয় কব্জার প্রক্রিয়া দেখায়, আর সে ভাবে ডিটেক্টর হেডটিকে চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি প্রায় 5 সেমি-এ সারিবদ্ধ করে । আমেদাবাদ পিআরএল এপিএক্সএস তৈরি করেছে । ইসরো টুইটারে জানিয়েছে, বেঙ্গালুরু ইউআরএসসি ডেপ্লয়মেন্ট মেকানিজমটা তৈরি করেছে ৷