হায়দরাবাদ, 28 অক্টোবর:23 অগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফটল্যান্ডিং করে চন্দ্রযান-3 ৷ দক্ষিণ মেরুতে চাঁদের এই অবতরণে বিশ্বে প্রথম ভারত ৷ তাই সেদিন ইতিহাস গড়েছে ভারত ৷ এর আগে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চিন এই সাফল্য অর্জন করেছে ৷ তারপরেই এবার চন্দ্রযান-3 মিশনের ফলাফল সামনে আনল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ৷
অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ইসরো চন্দ্রযান-3 মিশনের ফলাফল প্রকাশিত হওয়ার খবরটি শেয়ার করেছে । ইসরো লিখেছে, ‘‘23 অগস্ট অবতরণের সময় চন্দ্রযান-3 ল্যান্ডার মডিউলটি চন্দ্রের উপাদানের 'এজেক্টা হ্যালো' তৈরি করেছিল । বিজ্ঞানীরা অনুমান করেছেন যে প্রায় 2.06 টন চন্দ্রের এপিরেগোলিথ স্থানচ্যুত হয়েছে ।’’ স্প্রিংগার নেচারে 26 অক্টোবর প্রকাশিত গবেষণাপত্রের একটি লিঙ্কও শেয়ার করেছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ।