মুম্বই, 31 অগস্ট: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ৷ তাঁর অধীনেই ইতিহাস রচনা করেছে দেশ ৷ চাঁদের দক্ষিণ মেরুতে 23 অগস্ট অবতরণ করেছে চন্দ্রযান-3 ৷ যার অধিনায়ক তিনি, এস সোমনাথ ৷ সম্প্রতি ইন্ডিগোর একটি ফ্লাইট তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ক্রু’রা ৷ জাতীয় নায়ককে সহযাত্রী হিসেবে পেয়ে হাততালির ঝড় বইয়ে দিলেন বাকিরা ৷ ওই ভিডিয়োই এখন ভাইরাল সমাজ মাধ্যমে ৷
ইন্ডিগোর এয়ারহোস্টেস পূজা শাহ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই ভিডিয়োটি ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাদের ফ্লাইটে জাতীয় নায়কদের অভ্যর্থনা জানানো সবসময়ই আনন্দের ৷ ইসরো’র চেয়ারম্যান এস সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন ৷’’ বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে এয়ার হোস্টেসকে তাঁকে স্বাগত জানাতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে ।
তিনি বলেন, ‘‘আমি ইসরো চেয়ারম্যান এস সোমনাথের উপস্থিতি ঘোষণা করতে পেরে আনন্দিত ৷ যিনি আজ আমাদের ফ্লাইটে রয়েছেন । মিস্টার সোমানাথ এবং তাঁর দলের জন্য আমরা গর্বিত । আপনাকে বোর্ডে পেয়ে আমরা গর্বিত, স্যর । আপনাকে অনেক ধন্যবাদ ভারতকে ইতিহাসে পৌঁছে দেওয়ার জন্য । তবে ইসরো প্রধান কোন ফ্লাইটে ভ্রমণ করছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি । ইন্ডিগোও কোনও বিবরণ শেয়ার করেনি।