তিরুবনন্তপুরম, 27 অগস্ট: "আগামী 13-14 দিন খুব উত্তেজনার", বললেন ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ ৷ মিশন চন্দ্রযান-3-এর সাফল্যের পর প্রথমবার কেরল সফরে গিয়েছিলেন ৷ সেখানে শনিবার রাতে তিনি এই কথা বলেন ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ এখন চাঁদের মাটিতে হাঁটছে রোভার প্রজ্ঞান ৷ সেই ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো ৷ এখন 14 দিন ধরে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটি নিয়ে নানারকম গবেষণা করবে এবং সেই তথ্য ইসরোকে পাঠাবে ৷
এই প্রসঙ্গে সোমানাথ বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত ৷ চন্দ্রযান-3 ঠিকঠাক ল্যান্ডিং করতে পেরেছে ৷ বৈজ্ঞানিক মিশনের বেশির ভাগ লক্ষ্যই পূরণ হবে বলে মনে করছি ৷ এবার আগামী 14 দিনে চাঁদে অনেক কিছু পরিমাপ করার কাজ চলবে ৷ তাই আগামী 13-14 দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । পাশাপাশি উত্তেজনারও বটে ৷" তিনি আশাবাদী মহাকাশ বিজ্ঞানে আরও অনেক কিছুই করতে পারবে ইসরো ৷
সৌরজগতের অন্য গ্রহেও মহাকাশযান পাঠাবে ভারত ? মিশন চন্দ্রযান-3 সফল হওয়ার পর দেশবাসীর মনে এই প্রশ্ন জেগেছে ৷ এ নিয়ে ইসরোর চেয়ারম্যান বলেন, "অন্য গ্রহে অভিযানের ক্ষমতা রয়েছে ভারতের ৷" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পেস সেক্টর নিয়ে অনেক দূর পর্যন্ত পরিকল্পনা করেছেন ৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তা কার্যকর করতে তৈরি ৷