পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3 Live Streaming by ISRO: চাঁদের মাটি ছোঁয়ার প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে ইসরো - বিক্রম ল্যান্ডার

Live Streaming of Chandrayaan-3 Landing: আগামী বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করতে চলেছে চন্দ্রযান-3 ৷ তার আগের প্রতিটি মুহূর্তকে উত্তেজনাময় করে তুলছে ইসরো ৷ তার অংশ হিসেবে বিক্রম ল্যান্ডারের পাঠানো বিভিন্ন মুহূর্তের ছবি থেকে শুরু করে সেটির গতিপথ প্রকাশ করা হচ্ছে ৷ এবার ল্যান্ডিংয়ের পুরো প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচারের কথা ঘোষণা করা হল ৷

Image Courtesy: ISRO Twitter
Image Courtesy: ISRO Twitter

By

Published : Aug 21, 2023, 11:52 AM IST

Updated : Aug 21, 2023, 12:04 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত চাক্ষুস করতে পারবেন ভারত তথা বিশ্ববাসী ৷ সেই ব্যবস্থা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আজ ইসরোর তরফে জানানো হয়েছে, 23 অগস্ট বুধবার বিকেল 5টা 27 মিনিট থেকে চন্দ্রযান-3 এর চাঁদের মাটিতে অবতরণের পুরো প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার হবে ৷ ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব পেজ, ফেসবুক এবং ডিডি ন্যাশনালে চ্যানেলে সম্প্রচার হবে বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার মূহূর্ত ৷ অন্যদিকে, সোমবার বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের পৃষ্ঠের একাধিক ছবি শেয়ার করেছে মহাকাশ গবেষণা কেন্দ্র ৷

আর মাত্র 2টো দিন ৷ তারপরই আসতে চলেছে ঐতিহাসিক সেই মুহূর্ত ৷ চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম রোভারকে নিয়ে অবতরণ করবে বিক্রম ল্যান্ডার ৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ তথা সমগ্র বিশ্ব ৷ এই পুরো প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার করবে ইসরো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে বলা হয়েছে, নতুন প্রজন্মের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং উদ্ভাবকদের উদ্বজীবিত করতে বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে ৷ সেই সঙ্গে ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করাও লক্ষ্য সংস্থার ৷

দেশের প্রতিটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এই ঐতিহাসিক মুহূর্তের সক্রিয় অংশীদার হতে আবেদন করেছে ইসরো। এর ফলে ছাত্রছাত্রীরা ভবিষ্য়তে আরও বেশি করে দেশের জন্য কিছু করতে অনুপ্রাণিত হবে বলে মনে করে ইসরো ৷ একটি বিবৃতি জারি করে সংস্থা বলেছে, "ভারতীয় সময় 5টা 27 মিনিট থেকে ওই বিশেষ মুহূর্তটির সরাসরি সম্প্রচার হবে ৷ ইসরোর ওয়েবসাইট, ইউটিউব, ইসরোর ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল চ্যানেল এই সম্প্রচার দেখা যাবে ৷"

আরও পড়ুন:বুধে চাঁদে পা দেবে 'বিক্রম', সময় ঘোষণা ইসরোর

সোমবার সকালে ইসরোর তরফে চাঁদের মাটির নতুন কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷ চাঁদের যত কাছে বিক্রম ল্যান্ডার পৌঁছচ্ছে, তত নানা মুহূর্তের ছবি ইসরোকে পাঠাচ্ছে সে ৷ আর চাঁদের মাটি ছোঁয়ার দু’দিন আগে সেই ছবি সকলের মধ্যে প্রত্যাশা এবং আগ্রহ ক্রমশ বাড়িয়ে তুলছে ৷ ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরায় ছবিগুলি তুলেছে বিক্রম ল্যান্ডার ৷ চাঁদের পৃষ্ঠের নানা সময়ের ছবি তুলে ধরেছে এই মহাকাশযান ৷

Last Updated : Aug 21, 2023, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details