হায়দরাবাদ, 21 অগস্ট: চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত চাক্ষুস করতে পারবেন ভারত তথা বিশ্ববাসী ৷ সেই ব্যবস্থা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আজ ইসরোর তরফে জানানো হয়েছে, 23 অগস্ট বুধবার বিকেল 5টা 27 মিনিট থেকে চন্দ্রযান-3 এর চাঁদের মাটিতে অবতরণের পুরো প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার হবে ৷ ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব পেজ, ফেসবুক এবং ডিডি ন্যাশনালে চ্যানেলে সম্প্রচার হবে বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার মূহূর্ত ৷ অন্যদিকে, সোমবার বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের পৃষ্ঠের একাধিক ছবি শেয়ার করেছে মহাকাশ গবেষণা কেন্দ্র ৷
আর মাত্র 2টো দিন ৷ তারপরই আসতে চলেছে ঐতিহাসিক সেই মুহূর্ত ৷ চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম রোভারকে নিয়ে অবতরণ করবে বিক্রম ল্যান্ডার ৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ তথা সমগ্র বিশ্ব ৷ এই পুরো প্রক্রিয়াটির সরাসরি সম্প্রচার করবে ইসরো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে বলা হয়েছে, নতুন প্রজন্মের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং উদ্ভাবকদের উদ্বজীবিত করতে বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে ৷ সেই সঙ্গে ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করাও লক্ষ্য সংস্থার ৷