পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISRO on Aditya L1 Mission: সূর্যকে জানতে আগামী 2 সেপ্টেম্বর মহাকাশে পাড়ি দেবে আদিত্য-এল1 - ইসরো

ISRO Announces the Launch Date of the Aditya L1 Mission: আদিত্য এল1 এর উৎক্ষেপণের দিনক্ষণ জানাল ইসরো ৷ আগামী 2 সেপ্টেম্বর বেলা 11টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে এই উৎক্ষেপণ হবে ৷ সোমবার সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে ইসরো ৷

ISRO on Aditya L1 Mission
ISRO on Aditya L1 Mission

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 4:04 PM IST

Updated : Aug 28, 2023, 11:04 PM IST

বেঙ্গালুরু, 28 অগস্ট: চন্দ্রযান-3 মিশনের সাফল্যের পর জানা গিয়েছিল সেপ্টেম্বরেই ইসরো শুরু করতে চলেছে সূর্যকে নিয়ে গবেষণা ৷ সোমবার তারা জানিয়েছে, সেই গবেষণা করার জন্য মহাকাশে কবে পাঠানো হবে আদিত্য এল1 কে ৷ এ দিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করা হয় ৷ জানানো হয় যে আগামী 2 সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে রওনা দেবে আদিত্য এল1 ৷ ওই দিন বেলা 11টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে হবে উৎক্ষেপণ ৷

ইসরোর তরফে জানানো হয়েছে যে আদিত্য এল1 ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক অবজারভেটরি ৷ এর কাজ হবে সূর্যকে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা ৷ এটি পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে ৷ যে পয়েন্টে থাকবে, সেটাকে এল1 বা সান-আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলে ৷ সেখান থেকেই সৌর করোনার ও সৌর বায়ুর ইন-সিটু পর্যবেক্ষণ করবে ৷

এ দিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোশাল মিডিয়ায় চারটি ছবি পোস্ট করেছে ৷ সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ৷ সেই তথ্য অনুযায়ী, আগামী শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল1-কে মহাকাশে নিয়ে যাবে পিএসএলভি-সি57 রকেট ৷

প্রাথমিকভাবে মহাকাশযানটি একটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে । পরবর্তীকালে, কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হবে এবং পরবর্তীতে অনবোর্ড প্রপালশন ব্যবহার করে মহাকাশযানটিকে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের (এল1) দিকে নিয়ে যাওয়া হবে ।

মহাকাশযানটি এল1 এর দিকে যাত্রা করার সঙ্গে সঙ্গে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের বাইরে চলে যাবে গোলক থেকে বেরিয়ে যাবে । তার পর শুরু হবে ক্রুজ পর্ব ৷ পরবর্তীকালে মহাকাশযানটিকে এল1 এর চারপাশে একটি বড় হ্যালো অরবিটে পৌঁছে দেওয়া হবে ৷ উৎক্ষেপণ থেকে এল1 পর্যন্ত পৌঁছাতে আদিত্য এল1 এর সময় লাগবে প্রায় চার মাস ।

আরও পড়ুন:শিবশক্তি পয়েন্টের চারপাশে ঘুরছে প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ করল ইসরো

তার পর এল1 পয়েন্টের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ৷ সূর্যের ফোটেস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার-সহ আরও বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করা হবে ৷ আদিত্য এল1 এর সাতটি পেলোড এই কাজ করবে ৷ চারটি পেলোড সরাসরি সূর্যকে পর্যবেক্ষণ করবে ৷ বাকি তিনটি ইন-সিটু পর্যবেক্ষণ করবে ৷

আদিত্য এল1 কী কী পর্যবেক্ষণ করবে:

  • করোনাল হিটিং এবং সৌর বায়ুর গতিবৃদ্ধি ৷
  • সৌর বায়ুমণ্ডলের সংযোগ এবং গতিশীলতা ৷
  • সৌর বায়ু বিতরণ এবং তাপমাত্রা অ্যানিসোট্রপি ৷
  • করোনাল ম্যাস ইজেকশন, অগ্নিশিখা ও পৃথিবীর কাছাকাছি স্থানের আবহাওয়া ৷
Last Updated : Aug 28, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details