বেঙ্গালুরু, 28 অগস্ট: চন্দ্রযান-3 মিশনের সাফল্যের পর জানা গিয়েছিল সেপ্টেম্বরেই ইসরো শুরু করতে চলেছে সূর্যকে নিয়ে গবেষণা ৷ সোমবার তারা জানিয়েছে, সেই গবেষণা করার জন্য মহাকাশে কবে পাঠানো হবে আদিত্য এল1 কে ৷ এ দিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করা হয় ৷ জানানো হয় যে আগামী 2 সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে রওনা দেবে আদিত্য এল1 ৷ ওই দিন বেলা 11টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে হবে উৎক্ষেপণ ৷
ইসরোর তরফে জানানো হয়েছে যে আদিত্য এল1 ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক অবজারভেটরি ৷ এর কাজ হবে সূর্যকে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা ৷ এটি পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে পর্যবেক্ষণ করবে ৷ যে পয়েন্টে থাকবে, সেটাকে এল1 বা সান-আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলে ৷ সেখান থেকেই সৌর করোনার ও সৌর বায়ুর ইন-সিটু পর্যবেক্ষণ করবে ৷
এ দিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোশাল মিডিয়ায় চারটি ছবি পোস্ট করেছে ৷ সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ৷ সেই তথ্য অনুযায়ী, আগামী শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল1-কে মহাকাশে নিয়ে যাবে পিএসএলভি-সি57 রকেট ৷
প্রাথমিকভাবে মহাকাশযানটি একটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে । পরবর্তীকালে, কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হবে এবং পরবর্তীতে অনবোর্ড প্রপালশন ব্যবহার করে মহাকাশযানটিকে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের (এল1) দিকে নিয়ে যাওয়া হবে ।