নয়াদিল্লি, 10 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই টেলিফোনিক কথোপকথনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷
প্রধানমন্ত্রী মোদি এই নিয়ে তাঁর এক্স হ্য়ান্ডেল অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই তাঁর ফোন কল এবং চলমান পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট দেওয়ার জন্য । ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে । ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টটি রিপোস্ট করেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নোয়ার গিলন ৷ তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি ভারতের তরফে যাঁরা এই লড়াইয়ের পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷