পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Netanyahu Calls PM Modi: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

Israel PM Calls PM Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সোশাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে সেখানকার বর্তমান বিষয় সম্পর্কে অবগত করেছেন ৷

Netanyahu Calls PM Modi
Netanyahu Calls PM Modi

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 3:54 PM IST

Updated : Oct 10, 2023, 4:31 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই টেলিফোনিক কথোপকথনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

প্রধানমন্ত্রী মোদি এই নিয়ে তাঁর এক্স হ্য়ান্ডেল অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই তাঁর ফোন কল এবং চলমান পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট দেওয়ার জন্য । ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে । ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টটি রিপোস্ট করেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নোয়ার গিলন ৷ তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি ভারতের তরফে যাঁরা এই লড়াইয়ের পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷

এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আবারও ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ৷ আমরা আমাদের ভারতীয় ভাই ও বোনদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পাচ্ছি ৷ কিন্তু আমি দুর্ভাগ্যবশত আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারছি না । তাই আমাদের সকল বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা হিসাবে এটি গ্রহণ করুন ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার (7 অক্টোবর) ইজরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ শুরু হয়েছে ৷ হামাসের অতর্কিত হামলার পরই এই যুদ্ধের শুরু বলে অভিযোগ ৷ এখন পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, ইতিমধ্যে তাঁদের দেশে 900 জনের মৃত্যু হয়েছে ৷ গাজা ও ওয়েস্ট ব্যাংকে 704 জন নিহত হয়েছেন ৷ দু’পক্ষের হাজার হাজার মানুষ আহত হয়েছেন ৷ সব মিলিয়ে দুই পক্ষের 1600 মানুষ নিহত হয়েছেন বলে খবর ৷ গাজা থেকে 1 লক্ষ 87 হাজার লোক গৃহহীন হয়েছেন ৷ ইজরায়েলের হামলায় 6 হাজার বাড়ি ভেঙেছে ৷

আরও পড়ুন:গাজায় পালটা ইজরায়েলি রকেট! মৃত একই পরিবারের 19 জন

Last Updated : Oct 10, 2023, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details