অযোধ্যা, 31 অক্টোবর:সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতেরও উচিত ইজরায়েলের পথে হাঁটা ৷ " ইজরায়েল হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ করছে, আমাদের নেতৃত্বেরও উচিত সেই পথে হেঁটেই সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা", মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ৷ এদিন তিনি অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির পরিদর্শনে যান ৷
সন্ত্রাসবাদ ইস্যুতে সুব্রহ্মণ্যম স্বামী এদিন বলেন, "আমাদের দেশে এমন নেতৃত্ব প্রয়োজন যারা কড়াভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে ৷ ইজরায়েল যেমন করছে হামাসের বিরুদ্ধে ৷ হামাসকে মুছে ফেলতে ইজরায়েল যেরকম পদক্ষেপ করেছে, আমাদেরও সেরকমভাবে ব্যবস্থা নেওয়া উচিত ৷" তাঁর আরও অভিযোগ, বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় ভারতে জঙ্গিরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে ৷
সন্ত্রাসবাদ ইস্যুতে তার দল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন স্বামী ৷ তাঁর অভিযোগ, বর্তমান কেন্দ্র সরকার সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ করছে না ৷ চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতেও সরকারের সমালোচনা করেছেন এই বিজেপি সাংসদ ৷ তিনি বলেন,"চিন আমাদের জমি নিয়ে নিয়েছে, কিন্তু আমি ছাড়া কেই দেশে এই নিয়ে কথা বলছে না ৷"