নয়াদিল্লি, 29 নভেম্বর: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা তথা গোয়ায় আয়োজিত ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’র প্রধান জুরি নাদাভ লাপিদের (Israeli Filmmaker Nadav Lapid) মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে দুই দেশের চলচ্চিত্র এবং কূটনৈতিক মহলে ৷ এবার সেই ইস্যুতে নাদাভ লাপিদের সমালোচনা করলেন ভারতের ইজরায়লি দূতাবাসের রাষ্ট্রদূত নাওর গিলন (Israel Envoy Naor Gilon Criticises Nadav Lapid) ৷ সেই সঙ্গে ভারতের কাছে ক্ষমাও চেয়েছেন নাওর গিলন ৷ সেই সঙ্গে তিনি এও জানান, ইজরায়েল সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে ৷
প্রসঙ্গত, 53তম ইফি-র সমাপ্তি অনুষ্ঠানে নাদাভ তাঁর ভাষণে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ এবং ‘পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার’ বলে মন্তব্য করেছিলেন (Nadav Lapid Remarks in The Kashmir Files) ৷ সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে লাপিদ বলেন, ‘‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখে আমরা সবাই বিরক্ত এবং হতবাক হয়েছি ৷ আমার মনে হয়েছে, এই ছবি পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার এবং অশ্লীল ৷ এই ধরনের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগের জন্য এটি অনুপযুক্ত ৷’’
নাদাভ লাপিদের এই মন্তব্য যে ইজরায়েল বিদেশমন্ত্রক ভালোভাবে নেয়নি তা এদিন নাওর গিলনের টুইটে স্পষ্ট ৷ নাদাভকে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘কাশ্মীর ফাইলসের সমালোচনা করার জন্য নাদাভ লাপিদকে খোলা চিঠি ৷ এটা হিব্রুতে লিখলাম না ৷ কারণ, আমি চাই আমার ভারতীয় ভাই এবং বোনেরা এই লেখা বুঝুক ৷ এটা অনেকটা বড় হতে চলেছে ৷ তাই চিঠির শেষ লাইনটা আগে দিলাম ৷ ‘আপনার লজ্জা হওয়া উচিত’ ৷’’