নয়াদিল্লি, 23 জুন : ভারতের বিভিন্ন জায়গায় নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (Inter-Service Intelligence ISI), সঙ্গে রয়েছে বাবর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআই ৷ এমনটাই দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ বুধবার এনআইএ আইইডি বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করতে লুধিয়ানা, ফিরোজপুর এবং গুরদাসপুরের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ৷ এছাড়া হরিয়ানার কারনালে বাটরারা টোল প্লাজা মধুবনেও অস্ত্রশস্ত্রের জন্য সন্ধান চালে (ISI, Babar Khalsa International planning attacks in India claims NIA) ৷
এই অভিযানে তিনটি আইইডি, একটি পিস্তল, দু'টি ম্যাগাজিন, 31 লাইভ রাউন্ডস, ছ'টি মোবাইল এবং 1.30 লক্ষ টাকা পাওয়া গিয়েছে ৷ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি সাদা ইনোভা থেকে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এর আগে 5 মে মধুবন পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করে হরিয়ানা পুলিশ ৷ পরে এনআইএ মামলাটির দায়িত্ব গ্রহণ করে ৷