পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Civil Services Exam Result 2022: সিভিল সার্ভিসে প্রথম চারই মেয়ে, টপার ঈশিতা কিশোর; শীর্ষ 25-এ যাদবপুরের পড়ুয়া - সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল 2022

2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম চারে জায়গা করে নিল মেয়েরা ৷ শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঈশিতা কিশোর ৷ আর সেরা 25-এ রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷

Ishita Kishore
Ishita Kishore

By

Published : May 23, 2023, 5:28 PM IST

নয়াদিল্লি, 23 মে:2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷ প্রথম চারটি স্থানই মেয়েরা নিজেদের দখলে রেখেছে ৷ প্রথম হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঈশিতা কিশোর ৷ গরিমা লোহিয়া, উমা হারাথি এন এবং স্মৃতি মিশ্র এই পরীক্ষায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছেন ৷ গরিমা ও স্মৃতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৷ আর উমা আইআইটি-হায়দরাবাদ থেকে বি টেক করেছেন ৷ সফল প্রার্থীদের মধ্যে শীর্ষ 25 জনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াও রয়েছে বলে জানিয়েছে ইউপিএসি ৷

মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা করে । এই নিয়ে পরপর দ্বিতীয় বছর মহিলা প্রার্থীরা এই মর্যাদাপূর্ণ পরীক্ষায় শীর্ষ তিনটি স্থানই নিজেদের দখলে রাখলেন । 2021 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল এবং গামিনী সিংলা যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন ৷

ইউপিএসসি জানিয়েছে, 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় 933 জন প্রার্থী যোগ্যতা অর্জন করেছেন ৷ তাঁদের মধ্যে 613 জন পুরুষ এবং 320 জন মহিলা ৷ শীর্ষ 25 প্রার্থীর মধ্যে 14 জন মহিলা এবং 11 জন পুরুষ রয়েছেন । ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় বৈদেশিক পরিষেবা (IFS) এবং ভারতীয় পুলিশ পরিষেবা (IPS)-এর আধিকারিকদের বাছাই করার জন্য সিভিল সার্ভিস পরীক্ষাটি বার্ষিক তিনটি পর্যায়ে - প্রিলিম, মেইন এবং সাক্ষাত্কারে - পরিচালিত করে ইউপিএসসি ।

ঈশিতা কিশোর তাঁর ঐচ্ছিক বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন । তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে (অনার্স) স্নাতক করেছেন । উমা লোহিয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরিমাল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ৷ তাঁর ঐচ্ছিক বিষয় ছিল বাণিজ্য এবং হিসাববিজ্ঞান ৷ তৃতীয় স্থানে থাকা উমা হারাথি এন আইআইটি, হায়দ্রাবাদ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেছেন ৷ তাঁর ঐচ্ছিক বিষয় ছিল নৃবিজ্ঞান ৷ চতুর্থ স্থানের অধিকারী স্মৃতি মিশ্র দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে স্নাতক (বি এসসি) করেছেন ৷ তাঁর ঐচ্ছিক বিষয় ছিল প্রাণিবিদ্যা ৷

শীর্ষ 25 সফল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থেকে শুরু করে কলা বিভাগ, বিজ্ঞান, বাণিজ্য ও চিকিৎসা বিজ্ঞান ৷ তাঁরা আইআইটি, এনআইটি, দিল্লি বিশ্ববিদ্যালয়, গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জিওয়াজি ইউনিভার্সিটির মতো দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে বলে জানিয়েছে ইউপিএসসি ৷ তারা আরও জানিয়েছে যে, শীর্ষ 25 জন সফল প্রার্থী লিখিত (প্রধান) পরীক্ষায় তাদের ঐচ্ছিক পছন্দ হিসাবে নৃবিজ্ঞান, বাণিজ্য ও হিসাববিজ্ঞান, অর্থনীতি, বৈদ্যুতিক প্রকৌশল, আইন, ইতিহাস, গণিত, রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, সমাজবিজ্ঞান ও প্রাণিবিদ্যার মতো বিষয়গুলি বেছে নিয়েছেন ।

ফলাফল ইউপিএসসি-র ওয়েবসাইটে http//www.upsc.gov.in-এ পাওয়া যাবে । কমিশন জানিয়েছে, ফল ঘোষণার তারিখ থেকে 15 দিনের মধ্যে ওয়েবসাইটে নম্বর পাওয়া যাবে ৷ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2022 গত বছরের 5 জুন অনুষ্ঠিত হয়েছিল । মোট 11,35,697 জন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, যাঁদের মধ্যে 5,73,735 জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন । 2022 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত মেইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট 13,090 জন প্রার্থী যোগ্য হন । মোট 2,529 জন প্রার্থী ব্যক্তিত্ব পরীক্ষায় যোগ্য হয়েছেন ৷

আরও পড়ুন:প্রশ্নপত্র 'সহজ' ছিল, ভালো ফলের আশা সংসদ সভাপতির

ABOUT THE AUTHOR

...view details