মুম্বই, 28 অগস্ট: বিলকিস বানোর (Bilkis Bano) গণধর্ষণে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তির বিষয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব, সেই প্রশ্ন তুলল শিব সেনা (Shiv Sena Slams PM Modi)৷ দলীয় মুখপত্র সামনায় উদ্ধব ঠাকরের দলের প্রশ্ন, ধর্ষকদের সংবর্ধনা দেওয়াটাই কি হিন্দু ঐতিহ্য (Hindu culture)?
সামনার (Saamana) রোখঠোক কলমে 'কড়কনাথ মুম্বইকর' বাইলাইনে লেখা হয়েছে প্রতিবেদনটি ৷ মারাঠি দৈনিক পত্রিকার সম্পাদক সঞ্জয় রাউত বর্তমানে বেআইনি অর্থ পাচার মামলায় জেলবন্দি থাকায় তাঁর পরিবর্তে 'কড়কনাথ মুম্বইকর' বাইলাইনে সম্পাদকীয় প্রকাশ করছে শিব সেনার মুখপত্র ৷ সেই প্রতিবেদনেই এ বার বিলকিস বানো মামলা প্রসঙ্গে তুলোধোনা করা হয়েছে বিজেপিকে ৷ সেখানে লেখা হয়েছে, এনসিপি সভাপতি শরদ পাওয়ার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণের উদ্দেশে যে প্রচার চালান, নিজে সেটা মেনে চলেন না ৷ বিলকিস বানোর মামলাই প্রমাণ করে দিল যে পাওয়ার একদম ঠিক কথা বলেন ৷ মোদি যেখানে স্বাধীনতা দিবসের বক্তৃতায় মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, সেখানে কীভাবে দোষীরা ছাড়া পেয়ে যায়, এটা আশ্চর্যের বিষয় ৷ সামনায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একযোগে আক্রমণ করে বলা হয়েছে যে, এই ইস্যুতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব ? শিব সেনার প্রশ্ন, "ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু সংস্কৃতি ?"