হায়দরাবাদ, 6 জানুয়ারি : আয় ভাল হলে, তা দ্বিগুণ করার ইচ্ছে সবার থাকে ৷ কিন্তু কী ভাবে ভাল রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে দোলাচলে থাকেন বিনিয়োগকারী ৷ ভারতীয়দের কাছে সোনা প্রিয় এবং তারা সোনায় বিনিয়োগ করার সুযোগ খোঁজে ৷ এছাড়াও, প্রত্যেকে তাঁদের বিনিয়োগ থেকে যতটা সম্ভব বেশি রিটার্ন পাওয়ার আশা করে ৷ খুব কম লোকই লক্ষ্যে পৌঁছাতে পারেন ৷ আর বাকিরা তখন জানতে চান, এটা কী ভাবে হল ? এতে কোনও ঝুঁকি নেই তো ? দেখা যাক, বিশেষজ্ঞেরা কী বলছেন (Is digital gold a good investment option? Know what expert suggests) ?
অরুণের প্রশ্ন, "আমি প্রতি মাসে 10 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চাই ৷ কোন স্কিম পছন্দ করলে ন্যূনতম বার্ষিক রিটার্ন 14%-এর বেশি হবে ? কত দিন ধরে আমি বিনিয়োগ করে যাব ?"
আরও পড়ুন : Investment Rules for 2022 : নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে, দেখে নিন
টুম্মা বলরাজ (Tumma Balraj) বলেন, "বেশি রিটার্ন পেতে গেলে ঝুঁকি নিতে হবে ৷ এবার দেখতে হবে আপনি কতটা ঝুঁকি নিতে পারেন ৷ ইকুইটি-নির্ভর বিনিয়োগে কয়েকটা ক্ষেত্রে 14%-এর বেশি রিটার্ন পাওয়া যায় ৷ যদিও এটা তখনই সম্ভব, যখন 7-10 বছর পর্যন্ত একটানা বিনিয়োগ করা যাবে ৷ যদি আপনি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে 12-15% রিটার্ন পেতে পারেন ৷ এর জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের (equity mutual funds) দিকে নজর রাখুন ৷"
স্বপ্নার প্রশ্ন, "সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে আমি আমার মায়ের নামে 5 লাখ টাকা জমা রাখতে চাই ৷ এটা কি আরও লাভজনক ? ডেবিট মিউচুয়াল ফান্ডে রাখলে কি আরও ভাল ফল পাওয়া যাবে এবং প্রতি মাসে ভাল টাকাও মিলবে ?"
এর উত্তরে তিনি জানালনে, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট স্কিমে বার্ষিক 7.4% সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক তিন মাস অন্তর সুদ মেলে ৷ বর্তমান পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিট এবং ডেবিট ফান্ডগুলি খুব বেশি রিটার্ন দিচ্ছে না ৷ তাই, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করা ভাল ৷ পাঁচ বছর ধরে চালাতে হবে ৷ সেকশন 80সি-র অধীনে এতে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷