নয়াদিল্লি, 26 জানুয়ারি: পদ্মভূষণ পাওয়া নিয়ে জয়রাম রমেশ (Jairam Ramesh takes a jibe at Ghulam Nabi Azad) নিশানা করেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদকে ৷ তবে এবার আজাদের পাশে দাঁড়িয়ে দলকে বিঁধলেন দলের অপর শীর্ষ নেতা কপিল সিবাল (Kapil Sibal on Padma award to Ghulam Nabi Azad) ৷ এতে আরও বেশি করে প্রকট হয়ে উঠল কংগ্রেসের অন্তর্কলহ ৷
যে 23 জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছিলেন, সেই দলে ছিলেন গুলাম নবি আজাদ ৷ এবছর সাধারণতন্ত্র দিবসে পদ্মপ্রাপকদের তালিকায় তাঁর নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ জনজীবনে অবদান রাখার জন্য তাঁকে দেশের তৃতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মভূষণ দিচ্ছে কেন্দ্র ৷ সে জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিক্ষুব্ধ জি-23-র অপর সদস্য কপিল সিবাল ৷ তিনি লিখেছেন, "গুলাম নবি আজাদকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে ৷ অভিনন্দন ভাইজান ৷ জনজীবনে তাঁর অবদানের জন্য দেশ যখন তাঁকে স্বীকৃতি দিল, তখন আর কংগ্রেসের তাঁর পরিষেবার প্রয়োজন নেই, এটাই হাস্যকর বিষয় (Ironic that Congress doesn't need his services)৷"