হায়দরাবাদ, 3 নভেম্বর: গাজায় ইজরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান ৷ এই সংঘর্ষের মাঝে পড়ে যেভাবে শিশুরা বলি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরফান ৷ বিশ্বনেতাদের এক হয়ে এই যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন তিনি ৷ একজন খেলোয়াড় হিসেবে মুখ খুললেও, এই সংঘর্ষ থামানো যে তার ক্ষমতার বাইরে, এদিন আক্ষেপের সুরে তাও জানিয়েছেন ইরফান পাঠান ৷ গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর পরেও বিশ্ব যেভাবে চুপ করে আছেন, সেই বিষয়টিকেও উল্লেখ করেছেন তিনি ৷
শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে ইরফান লেখেন, "গাজায় প্রতিদিন 0-10 বছর বয়সি নিরীহ শিশুদের মৃত্যু হচ্ছে আর বিশ্ব নীরব ৷ একজন খেলোয়ার হিসেবে আমি শুধু এই বিষয়ে মুখ খুলতে পারি, কিন্তু এখনই আসল সময় বিশ্বনেতাদের একত্রিত হয়ে এই বোধহীন হত্যায় দাড়ি টানা ৷" 39 বছর বয়সি ইরফানই সম্ভবত প্রথম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি গাজা নিয়ে তাঁর প্রতিবাদ জানালেন ৷ বর্তমানে ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ধারাবিবরণি দেওয়ার দিয়েত্বেও তিনি আছেন ৷