লখনউ, 23 অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অবসরপ্রাপ্ত আমলার ৷ মারাত্মক জখম হয়েছে তাঁর স্ত্রী এবং পুত্র ৷ তাঁরা হাসপাতালে ভর্তি ৷ শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ উত্তর প্রদেশের লখনউয়ে ইন্দিরা নগর এলাকায় আইপিএস অফিসারের বাড়িতে আগুন লেগে যায় ৷ সেখান থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা (Retired IPS Officer dies as major fire broke out in house) ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে চারটি আগুন নেভানোর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁরা অবসরপ্রাপ্ত আইজি দীনেশ চন্দ্র পাণ্ডে, তাঁর স্ত্রী অরুণা এবং ছেলে শশাঙ্ককে উদ্ধার করেন ৷ পুলিশ জানিয়েছে, সবাইকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন আমলার মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী এবং পুত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷