মালকানগিরি (ওড়িশা), 17 অক্টোবর : ওড়িশার মালকানগিরি শহরে বেটিং চক্রের 4 সদস্যকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তরা আইপিএল ম্যাচ নিয়ে বেটিং করছিল বলে জানতে পেরেছে পুলিশ প্রশাসন ৷ অভিযুক্তদের কাছ থেকে 27 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালকানগিরি শহরের পুলিশ ৷ তদন্তকারীরা অভিযুক্তদের কাছ থেকে নগদ ছাড়াও এটিএম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বই উদ্ধার করেছে ৷
এ নিয়ে মালকানগিরির এসডিপিও জানান, তাঁদের কাছে খবর আসে যে চার বুকি একটি বেটিং ব়্যাকেট পরিচালনা করছে ৷ খবর পেয়েই পুলিশ অভিযুক্তদের বাড়িতে হানা দেয় ৷ সেখানে তল্লাশি চালিয়ে 9 লাখ টাকা নগদ উদ্ধার করা হয় ৷ তাদের কাছ থেকে 7টি মোবাইল, বেশ কয়েকটি এটিএম কার্ড, ব্যাঙ্কের পাস বই এবং আরও অন্যান্য নথি উদ্ধার হয়েছে ৷ প্রসঙ্গত, গ্রেফতার হওয়া চার বুকির ফোন থেকে অনলাইন আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ ৷ যেখানে বেটিংয়ের 18 লাখ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ ওই অ্যাকাউন্টটি পুলিশ বন্ধ করিয়ে দিয়েছে ৷