পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WFI Elections: আগামী 4 জুলাই হবে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্বাচন - ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং সিইও

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নির্বাচন হতে চলেছে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার ৷ আগামী মাসের প্রথম সপ্তাহে হবে নির্বাচন ৷ অ্যাড হক কমিটির সুপারিশে নির্বাচনের জন্য স্পেশাল জেনারেল মিটিং ডেকেছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷

WFI Elections ETV BHARAT
WFI Elections

By

Published : Jun 12, 2023, 5:15 PM IST

Updated : Jun 12, 2023, 6:02 PM IST

নয়াদিল্লি, 12 জুন: অবশেষে নির্বাচন হতে চলেছে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার ৷ আগামী 4 জুলাই সংস্থার নতুন বোর্ড গঠনের জন্য নির্বাচন হবে ৷ আর এই নির্বাচন পরিচালনা করবে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷ প্রথমসারির একাংশ কুস্তিগীরদের লাগাতার আন্দোলনের পর অবশেষে ফেডেরেশনের নির্বাচন হতে চলেছে ৷ যেখানে বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নির্বাচন না করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার অভিযোগও এনেছিলেন কুস্তিগীররা ৷

এই নির্বাচন প্রক্রিয়ার জন্য একজন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷ যার দায়িত্ব দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশ মিত্তল কুমারকে ৷ এ নিয়ে তাঁকে একটি চিঠি লেখা হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব তথা অ্যাক্টিং সিইও কল্যাণ চৌবের তরফে ৷

সেখানে বলা হয়েছে, ‘‘রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির নির্বাচন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৷ ডব্লিউএফআই-এর এই নির্বাচন পরিচালনার জন্য আপনাকে আমরা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছি ৷ আপনি একজন সহকারি-রিটার্নিং অফিসার এবং অন্যান্য অফিসিয়াল কর্মীদের নিয়োগ করতে পারেন, পুরো কর্মকাণ্ডটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৷’’

আরও পড়ুন:নাবালিকা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছিল ব্রিজভূষণ, ভিনেশদের দাবিতে সিলমোহর আন্তর্জাতিক রেফারির

উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিং রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে 4 বছর করে তিনটি পর্যায় দায়িত্বে থেকেছেন ৷ গত মার্চ মাসে তাঁর সময়সীমা শেষ হয় ৷ তারপর গত 7 মে নির্বাচনের দিন ঘোষণা করে ফেডেরেশন ৷ কিন্তু, ততদিনে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগ সামনে আসে ৷ আন্দোলনে নামেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা ৷ এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় যুব ক্রীড়া উন্নয়ন মন্ত্রক রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার নির্ধারিত দিন বাতিল করে দেয় ৷

আরও পড়ুন:ব্রিজভূষণের উত্তরপ্রদেশের বাড়িতে দিল্লি পুলিশ, ঘনিষ্ঠদের বয়ান রেকর্ড

বদলে একটি 2 সদস্যের অ্যাড হক কমিটি গঠন করে ৷ যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, ফেডেরেশনের কাজকর্ম পরিচালনা এবং 45 দিনের মধ্যে নয়া নির্বাচন সংঘটিত করার জন্য ৷ সেই মতো অ্যাড হক কমিটি ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সাহায্যে 4 জুলাই নির্বাচনের দিন ধার্য করেছে ৷ ওইদিন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার এসজিএম ডাকা হয়েছে ৷ সেখানেই নির্বাচন হবে ৷ উল্লেখ্য, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং 45 দিনের মধ্যে নির্বাচন করতে নির্দেশ দিয়েছিল ৷ তা না হলে, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়াকে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ৷

উল্লেখ্য, অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে কুস্তিগীররা দাবি করেছিলেন, বর্তমান এক্সিকিউটিভ কমিটির বিদায়ী সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা নতুন নির্বাচনে মনোনয়ন পেশ করতে পারবেন না ৷ এতে তাঁদের আনা অভিযোগের তদন্তকে পরবর্তী সময়ে ধামাচাপা দেওয়া হবে, সেই আশঙ্কা করা হয়েছিল ৷

Last Updated : Jun 12, 2023, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details