পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hanuman Jayanti Clash: হনুমান জয়ন্তীতে অশান্তি, সম্বলপুরে বন্ধ ইন্টারনেট - বন্ধ ইন্টারনেট পরিষেবা

ওড়িশার সম্বলপুরে হনুমান জয়ন্তীর বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তি ৷ ঘটনার জেরে শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে জারি করা হয়েছে 144 ধারা ৷ বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা ৷ বিবৃতি প্রকাশ করে জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর ৷

Internet Services suspended for 48 hours in Sambalpur due to Hanuman Jayanti Clash on Wednesday
হনুমান জয়ন্তীতে অশান্তির জের

By

Published : Apr 13, 2023, 12:31 PM IST

Updated : Apr 13, 2023, 12:54 PM IST

সম্বলপুর, 13 এপ্রিল:ওড়িশার সম্বলপুরে 48 ঘণ্টার জন্য বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ৷ বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর ৷ তাতে জানানো হয়েছে, বুধবারের অশান্তির প্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়েছে ৷ কী হয়েছিল বুধবার ? ওই দিন হনুমান জয়ন্তী উপলক্ষে ওড়িশার সম্বলপুর শহরে একটি বাইক ব়্যালি বের করা হয় ৷ সেই কর্মসূচি ঘিরে সারা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ তার জেরেই বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘণ্টা সম্বলপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন ৷

সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বুধবারের কর্মসূচির জেরে সম্বলপুর শহরে দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ এই প্রেক্ষাপটে কিছু দুষ্কৃতী ইন্টারনেটের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে ৷ এতে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন ৷ সেই কারণেই সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে ৷ তা না হলে হোয়াটসঅ্য়াপ, মেসেঞ্জার, ফেসবুক, টুইটারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্য়বহার করে দুষ্কৃতীরা মানুষের মধ্যে বিভেদ ও হিংসার বার্তা ছড়াতে পারে ! তেমনটা যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে প্রশাসন ৷

উল্লেখ্য, বুধবারের সংঘর্ষে কমপক্ষে 15 জন পুলিশকর্মী ও আধিকারিক আহত হন ৷ তাঁদের মধ্য়ে সম্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং ধানুপালি থানার আইআইসি-ও রয়েছেন ৷ সূত্রের দাবি, বুধবারের বাইক মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ করে ঢিল ছোড়ে ! তার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷

আরও পড়ুন:ফের রক্ত ঝড়ল ভাতিন্ডায়! সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু সেনা জওয়ানের

সংঘর্ষের খবর সামনে আসতেই ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয় ৷ সম্বলপুরের টাউন থানা, ধানুপালি থানা, ক্ষেত্রজপুর থানা, ঐন্থাপালি থানা, বারেইপালি থানা এবং সদর থানা এলাকার সর্বত্র 144 ধারা জারি করা হয় ৷ যা কার্যকর থাকবে 48 ঘণ্টা ৷ অতিরিক্ত পুলিশ সুপার তপন মোহান্তি জানিয়েছেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ নতুন করে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসন সবরকমের বন্দোবস্ত করেছে ৷ প্রসঙ্গত, প্রতিবছরই সম্বলপুরে হনুমান জয়ন্তী পালন করা হয় ৷

Last Updated : Apr 13, 2023, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details