জামশেদপুর (ঝাড়খণ্ড), 10 এপ্রিল: ঝাড়খণ্ডের জামশেদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন ৷ দুই গোষ্ঠীর মধ্যে হওয়া অশান্তি এবং পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জামশেদপুর ৷ আর তারপরই প্রশাসনের তরফে হিংসাত্মক খবর ও পোস্টের আদান-প্রদান বন্ধ করতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার সকাল থেকে হঠাৎই শিল্পনগরী জামশেদপুরে অশান্তির আবহ তৈরি হয় ৷
রবিবার দু’পক্ষের মধ্যে পাথর ছোড়া ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেনের সরকার পুলিশ নামায় ৷ মূলত, জামশেদপুরের কদম পুলিশ স্টেশন এলাকায় অশান্তি শুরু হয় ৷ সেখানে একাধিক সম্পত্তি নষ্ট করে অশান্তিতে জড়িয়ে পড়া লোকজন ৷ নিরাপত্তাবাহিনী মোতায়েন করার পাশাপাশি, জামশেদপুরে 144 ধারা জারিও করে প্রশাসন ৷ জানা গিয়েছে, সেখানে সকাল থেকে বাহিনীর রুটমার্চ চলছে ৷ পরিস্থিতির উপর নজর রেখে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ আসা না-পর্যন্ত, তা বজায় থাকবে ৷