উত্তরকাশী , 20 নভেম্বর: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল রেসকিউ অপারেশনে এবার আন্তর্জাতিক সাহায্য নেওয়া হচ্ছে ৷ টানেলে আটকে পড়া 41 জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে জোরকদমে। এর মাঝেই ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর্নল্ড ডিক্সও উদ্ধার কাজে সাহায্য করতে সিল্কিয়ারায় পৌঁছেছেন বলে খবর।
প্রফেসর আর্নল্ড ডিক্স একজন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ। ভূগর্ভস্থ এবং পরিবহণ পরিকাঠামোতে তাঁর চূড়ান্ত দক্ষতা রয়েছে। আর্নল্ড টানেলিং এবং এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকির মতো ভূগর্ভস্থ নির্মাণের বিষয়েও বিশ্বজুড়ে পরামর্শ দেন। প্রফেসর ডিক্স ভূগর্ভস্থ টানেল নির্মাণে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন হিসাবে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে স্বীকৃত।
সোমবার প্রফেসর আর্নল্ড ডিক্স উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল সাইট পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। গত নয়দিন ধরে উদ্ধার কাজে নিয়োজিত দলের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর অধ্যাপক আর্নল্ড ডিক্স জানান, উদ্ধার অভিযানে তাঁর সঙ্গে যে দল কাজ করছে তা যথেষ্টই সুসংহত এবং সংগঠিত। তাঁর কথায়, "আমরা শীঘ্রই সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করতে পারব ৷" প্রফেসর ডিক্স আরও জানান, উত্তরকাশীর সিল্কিয়ারায় সারা বিশ্বের টানেল ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা এই উদ্ধার কাজে সাহায্য করছেন।
তাঁর কথায়, "আমিও এখানে উদ্ধারে সাহায্য করছি। এ পর্যন্ত যা কাজ হয়েছে তা সঠিক পথাই এগিয়েছে। রবিবার থেকে কাজ অনেকটাই হয়েছে। আসলে উদ্ধারকারী দল এখন প্ল্যান-বি নিয়ে কাজ করছে।" প্রফেসর আর্নল্ড ডিক্স যখন সুড়ঙ্গের উপরের প্রান্ত পরিদর্শন করতে যাচ্ছিলেন সেই সময় তিনি জানান, এখন টানেলের উপর থেকে খনন করে টানেলের ভিতরে আটকে পড়া 41 জন শ্রমিককে বাঁচানোর চেষ্টা চলছে। অধ্যাপক ডিক্স বলেন, "আমরা শিগগিরই সুড়ঙ্গে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে পারব।"