নয়াদিল্লি, 29 জুলাই: আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস ৷ প্রতি বছর 29 জুলাই, গ্রহের অন্যতম এই সুন্দর প্রাণীটিকে বাঁচিয়ে রাখার চেষ্টায় সচেতনতামূলক প্রচার চলে দুনিয়াজুড়ে ৷ কিন্তু কীভাবে তৈরি হল বাঘেদের জন্য উৎসর্গিত এই দিবস (International Tiger Day Facts and Concerns)?
2010-এ রাশিয়ায় সেন্ট পিটারসবার্গ টাইগার সামিটে (Saint Petersburg Tiger Summit) ব্যাঘ্র দিবসকে স্বীকৃতি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 13টি রাষ্ট্রের প্রতিনিধিরা ঘোষণা করেন, যে দেশগুলিতে বাঘ রয়েছে তারা 2022-এর মধ্যে এই প্রাণীর সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেবে ৷
সরকার এবং বিভিন্ন সংগঠন বাঘের বিলুপ্তি আটকানোর চেষ্টা করলেও সত্য বড়ই কঠিন ৷ পৃথিবী থেকে এখনও পুরোপুরি মুছে না গেলেও সেই বিপদের মুখোমুখি দাঁড়িয়ে শার্দুল-সম্প্রদায় ৷ ভারত সরকারের তথ্য অনুযায়ী, 2012 সাল থেকে 1 হাজার 59 টি বাঘ হারিয়েছে দেশ ৷ 'বাঘের রাজ্য' হিসেবে পরিচিত মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যায় বাঘের মৃত্যু হয়েছে ৷
ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটি (National Tiger Conservation Authority, NTCA) জানাচ্ছে, এবছর এখনও পর্যন্ত 75টি বাঘ প্রাণ খুইয়েছে ৷ গত বছর সংখ্যাটা ছিল 127, যা 2012 থেকে 2022 সাল এই 10 বছরে সর্বোচ্চ ৷ 2020-তে 106 টি, 2019-এ 96, 2018-য় 101, 2017-এ 117, 2016-য় 121, 2015-য় 82, 2014-য় 78, 2013-য় 68, 2012-য় 88 টি বাঘের মৃত্যু হয়েছে ৷
বাঘের সংখ্যা কিন্তু ক্রমশ কমে চলেছে ৷ তাদের বেঁচে থাকার প্রাকৃতিক পরিবেশ, বেআইনি বন্যপ্রাণী পাচারের ব্যবসা, মানুষ-পশুর মধ্যে বাড়তে থাকা সংঘাত এবং আরও অনেক কিছুই এর কারণ ৷ তথ্য বলছে, 2012-22- এই সময়ের মধ্যে শুধুমাত্র চোরাকারবারিদের হাতেই প্রাণ হারিয়েছে 193 টি বাঘ ৷ তবে 2021-এর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বেআইনি ব্যবসার ফাঁদে কতগুলি বাঘের মৃত্যু হয়েছে, সে হিসেব জানা যায়নি ৷
108টি বাঘের মৃত্যুর কারণ তাদের খাঁচা বন্দি করা, 44টি বাঘ অস্বাভাবিক কারণে মারা গিয়েছে ৷ এনটিসিএ জানাচ্ছে, প্রথম দিকে চোরাকারবারিকেই বাঘের মৃ্ত্যুর একমাত্র কারণ হিসেবে ধরা হত ৷ একটি বাঘের মৃত্যুর কারণ স্বাভাবিক নাকি বেআইনি বন্যপ্রাণী ব্যবসা, তা প্রমাণ করার দায় রাজ্যের ৷ অনেক ক্ষেত্রে সন্দেহ হলে এবং প্রমাণ থাকলেও বাঘের মৃত্যুর জন্য চোরাকারবারিদেরই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ৷
আরও পড়ুন: 'বিশ্ব বাঘ দিবস' উদযাপন হবে বিশেষ তথ্যচিত্রে
ব্যাঘ্র দিবসে রইল কিছু অজানা তথ্য:
- এই গ্রহে বন্য বিড়াল (wild cats) প্রজাতির মধ্যে সবচেয়ে বড় বাঘ ৷