পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Wrestlers Protest: নাবালিকা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছিল ব্রিজভূষণ, ভিনেশদের দাবিতে সিলমোহর আন্তর্জাতিক রেফারির

নাবালিকা কুস্তিগীরের শ্লীলতাহানি করেছিল ব্রিজভূষণ বলে দাবি করলেন আন্তর্জাতিক রেফারি জগবীর সিং ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান মহিলা কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণ করতেন বলেও তিনি দাবি করেন ৷

International referee Jagbir Singh
আন্তর্জাতিক রেসলিং রেফারি জগবীর সিং

By

Published : Jun 11, 2023, 3:45 PM IST

নয়াদিল্লি, 11 জুন: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং একজন মহিলা কুস্তিগীরের শরীরের এমন একটি অংশে হাত দিয়েছিলেন, কোনও নারীর সেখানে স্পর্শ করা উচিত নয় ৷ এমনই দাবি করলেন আন্তর্জাতিক কুস্তি রেফারি জগবীর সিং ৷ তিনি লখনউয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে এই ঘটনা ঘটে, দাবি ওই রেফারির ৷

নয়াদিল্লির তিমারপুরের কাছে তাঁর আখারায় দাঁড়িয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় একাধিক পুরনো ঘটনা তুলে ধরেন জগবীর ৷ তিনি জানান, অতীতে বেশ কয়েকবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণ করেছেন ব্রিজভূষণ সিং । জগবীর বলেন, "লখনউতে 25 মার্চ 2022 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ রেসলিং ইভেন্টের ট্রায়াল চলাকালীন ব্রিজভূষণ একজন মহিলা কুস্তিগীরের সঙ্গে অনুপযুক্ত আচরণ করেন ৷ ট্রায়ালের পরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ, কোচ এবং ক্রীড়া কর্মীদের সঙ্গে কুস্তিগীরদের একটি ফটোসেশন ছিল । ফটো সেশনের সময় একজন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছিলেন। এরপরেই মহিলাটি কিছু নিয়ে অস্বস্তি প্রকাশ করেন এবং সবার মনোযোগ তাঁর দিকে চলে যায়। তারপরেই তিনি নিজেকে মুক্ত করেন, ব্রিজভূষণকে দূরে ঠেলে দেন এবং বিড়বিড় করে কিছু বলতে বলতে সেখান থেকে চলে যান ৷"

আরও পড়ুন:চাপের মুখে অভিযোগ প্রত্যাহার করেছে নাবালিকার পরিবার, দাবি বজরং-সাক্ষীদের

জগবীর সিং দাবি করেন, 2013 সালে আরেকটি ঘটনা ঘটেছিল ৷ যেখানে ব্রিজভূষণ জুনিয়র এশিয়া চ্যাম্পিয়নশিপের সময় থাইল্যান্ডের ফুকেটে নাবালিকা কুস্তিগীরদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেছিলেন । রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নাবালিকাদের বলেছিলেন যে, তিনি তাদের হোটেলে রাতের খাবারে ভারতীয় খাবারের ব্যবস্থা করবেন ৷ কারণ তারা মাংস, সামুদ্রিক এবং তৈলাক্ত খাবার খেতে অভ্যস্ত নয় ৷ কুস্তিগীররা বেশিরভাগ নিরামিষভোজী এবং দুগ্ধজাত পণ্য বেশি খায় ।

জগবীর সিং বলেন, "ব্রিজভূষণ কুস্তিগীরদের প্রশংসা করতে শুরু করেন এবং তাদের জানান যে কিছু প্রয়োজন হলে তাঁকে জানাতে তিনি এখানে রয়েছেন ৷ কুস্তিগীরদের বলেছিলেন যে তিনি তাদের খাবার, জার্সি এবং এই জাতীয় জিনিস সরবরাহ করবেন ।" জগবীর আরও দাবি করেন, থাইল্যান্ড থেকে ব্রিজভূষণের কয়েকজন বন্ধুও ওই হোটেলে উপস্থিত ছিল এবং তারা সবাই নেশাগ্রস্ত ছিল । তারা অল্পবয়সি মেয়েদের শরীরের অযাচিত স্থানে স্পর্শ করেছ ৷

আরও পড়ুন:'ব্রিজভূষণ যৌন হেনস্থা করেননি', তদন্তে বয়ান বদল নাবালিকার বাবার

কেন তিনি এত দিন নীরব ছিলেন, এই প্রশ্নের উত্তরে জগবীর বলেন, "যখন রক্ষক নিজেই আক্রমণকারী হয়ে যায়, তখন আর কোথাও যাওয়ার থাকে না ৷ " তিনি জানান, মহিলারা এবং অন্য সকলেই তাদের কেরিয়ারের জন্য ভয় পান ৷ কারণ ব্রিজভূষণ সিং ফেডারেশনের প্রধান এবং তার ব্যাপক প্রভাব রয়েছে । বিক্ষোভকারীরা ক্রমাগত চাপের মধ্যে রয়েছে কি না, সে বিষয়ে তিনি বলেন, "হ্যাঁ তারা সবাই গুরুতর সমস্যার সম্মুখীন এবং ক্রমাগত হুমকির মধ্যে রয়েছে । এত শক্তিশালী এবং প্রভাবশালী কারও বিরুদ্ধে লড়াই করা খুবই কঠিন ।"

ABOUT THE AUTHOR

...view details