পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

International Mother Language Day 2023: কেন পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ? এবারের থিম কী ?

কেন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2023)? ইউনেস্কো এ বছরের থিম কী রেখেছে ? বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ((Why Mother Language Day celebrated))৷

International Mother Language Day 2023 ETV Bharat
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By

Published : Feb 21, 2023, 12:47 PM IST

আমেদাবাদ/হায়দরাবাদ:নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, আপনি যদি একজনের সঙ্গে সেই ভাষায় কথা বলেন যেটি তিনি বোঝেন, তবে সেই কথা ওই ব্যক্তির মাথায় যায় । আর আপনি যদি তাঁর সঙ্গে তাঁর ভাষাতেই কথা বলেন, তবে তা তাঁর হৃদয়ে গিয়ে পৌঁছয় । এটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পালনের সারমর্ম ।

কেন পালন করা হয় ? বহুভাষিকতাকে উন্নীত করতে এবং সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য মাতৃভাষা দিবস পালন করা হয় । প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয় । সারা বিশ্বের মানুষের ব্যবহৃত সমস্ত ভাষার সংরক্ষণ ও সুরক্ষার জন্য এই দিনটি 2000 সাল থেকে সারা বিশ্বে পালন করা হচ্ছে (Why Mother Language Day celebrated)।

প্রথম উদ্যোগ নেয় বাংলাদেশ: ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগ প্রথম নিয়েছিল বাংলাদেশ ৷ বিশ্বব্যাপী 7,000 টিরও বেশি ভাষা বলা হয়, যার অর্ধেক বিলুপ্তির দোরগোড়ায় । এ ধরনের ভাষা সংরক্ষণের জন্যই এই দিবসটি প্রতিষ্ঠিত হয়েছে ।

হরিজনে মহাত্মা গান্ধি বলেছিলেন: "ত্রুটি থাকলেও আমি অবশ্যই আমার মাতৃভাষাকে আমার মায়ের বুকের মতো আঁকড়ে ধরবে ৷ মাতৃভাষা একাই আমাকে জীবনদায়ী দুধ দিতে পারে ।" তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে মাতৃভাষা শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে কাজ করে । মাতৃভাষা বিভিন্ন ধারণা গভীরভাবে বুঝতে সহায়তা করে ।

আরও পড়ুন:সুরেরই ভাষা, আনন্দেরই ভাষা...

চলতি বছরের মাতৃভাষা দিবসের থিম: ইউনেস্কো জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 24তম সংস্করণের (2023) থিম, বহুভাষিক শিক্ষা - শিক্ষাকে রূপান্তরের প্রয়োজনীয়তা । দীর্ঘমেয়াদী উন্নয়নের দ্বারা সকলের জন্য সমতার প্রচার করে এই দিন । মাতৃভাষার উপর ভিত্তি করে বহুভাষিক শিক্ষা অ-প্রধান ভাষা, সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা এবং দেশীয় ভাষাতে কথা বলে এমন জনসংখ্যার মানুষের জন্য শেখার সম্ভাবনা বাড়িয়ে দেয় (Theme of International Mother Language Day 2023)।

কেন এই থিম ? চলতি বছর ইউনেস্কো কর্তৃক গৃহীত থিমের উদ্দেশ্য হল শৈশবের শিক্ষা থেকে বহুভাষিক প্রেক্ষাপটে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনে বহুভাষিক শিক্ষাকে উন্নত করা, বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে এবং সংকটের পরিস্থিতিতে বহুভাষিক শিক্ষা ও বহুভাষিকতার মাধ্যমে শিক্ষাকে সমর্থন করা, এবং অদৃশ্য হয়ে যাওয়া বা বিলুপ্তির হুমকির মুখে থাকা ভাষাকে পুনরুজ্জীবিত করা ৷

ABOUT THE AUTHOR

...view details