পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা - Notice for Government servant

31 মে এই নির্দেশিকা জারি করে কর্মিবর্গ মন্ত্রক ৷

intelligence-or-security-related-organization-employee-cant-make-any-publication-after-retirement-without-clearance
অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

By

Published : Jun 2, 2021, 1:09 PM IST

কলকাতা, 2 জুন : সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার ৷ এই নির্দেশিকা জারি হয়েছে সেই সমস্ত সরকারি কর্মীদের জন্য যাঁরা গোয়েন্দা বা নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিতে কাজ করেন ৷ নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে যে অবসরের পর ওই সরকারি কর্মীরা কোনও বই বা ওই জাতীয় কিছু প্রকাশ করতে পারবেন না সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া ৷

গত সোমবার, 31 মে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রক ৷ সেখানে বলা হয়েছে নির্দেশিকা জারির দিন থেকেই এটা বলবৎ হচ্ছে ৷

উল্লেখ্য, যাঁরা গোয়েন্দা সংস্থায় কাজ করেন বা দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানে কর্মরত, তাঁদের কাছে অনেক গোপন তথ্য থাকে ৷ যেগুলি প্রকাশ্যে আসে না ৷ কিন্তু দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করেন ৷ কর্মজীবনে সেই সব বিষয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেন না ৷

আরও পড়ুন :ভারতীয় নাগরিকত্ব ছাড়েনি পলাতক মেহুল, ভারতে ফেরাতে আজ মীমাংসা ডমিনিকায়

কিন্তু অবসরের পর তাঁদের কাছে পুরনো অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকে ৷ অনেকে এই নিয়ে বই লেখেন ৷ এবার সেই সব সুযোগের উপর কেন্দ্রীয় সরকার রাশ টানতে চাইছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details