চণ্ডীগড়, 29 ডিসেম্বর: পঞ্জাবের (Punjab) নিরাপত্তা নিয়ে আশঙ্কিত গোয়েন্দা সংস্থাগুলি ৷ ইতিমধ্যেই রাজ্যজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা (Terrorist Attack Alert) ৷ গোয়েন্দা রিপোর্ট বলছে, যেকোনও সময় পঞ্জাবে হামলা চালাতে পারে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ৷ নিশানা করা হতে পারে রাজ্যের একাধিক থানা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ৷
সংশ্লিষ্ট গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি পঞ্জাবে হামলা চালাতে পারে ৷ গোয়েন্দাদের আশঙ্কা, ইতিমধ্যেই পঞ্জাবে সন্ত্রাসবাদীরা গোপনে গা-ঢাকা দিয়ে থাকতে পারে ! প্রসঙ্গত, সম্প্রতি পঞ্জাবে থানা লক্ষ করে রকেট হামলার ঘটনা ঘটেছে ৷ আগামী দিনেও এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করা হচ্ছে ৷ পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, তা মেনে নিয়েছেন লুধিয়ানার আইজি ড. কৌস্তভ শর্মা ৷
আরও পড়ুন:পঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন থেকে উদ্ধার মাদক
সাংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আইজি জানিয়েছেন, পঞ্জাবের উপর যে সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে, সেই সংক্রান্ত একাধিক তথ্য তাঁরা হাতে পেয়েছেন ৷ বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছে না রাজ্য পুলিশ ৷ পঞ্জাবের সমস্ত থানার নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে, রাজ্য়ের গুরুত্বপূর্ণ স্থানগুলিরও সুরক্ষা বাড়ানো হয়েছে ৷
রাজ্যের আমজনতার উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন আইজি ৷ তাঁর আবেদন, এই পরিস্থিতিকে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে ৷ কোথাও কোনও সন্দেহজনক ঘটনা চোখে পড়লে, অথবা এলাকায় অচেনা মানুষের আনাগোনা বাড়লে অবিলম্বে তা পুলিশকে জানানোর আবেদন করেছেন আইজি ৷ এর জন্য একটি হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
এরই মধ্য়ে তরনতারনের মন্দ্ এলাকা থেকে একটি Rocket-propelled Grenade (RPG) উদ্ধার করা হয় ৷ সেটি 'লোডেড' ছিল ৷ তবে, পুলিশ সতর্ক থাকায় কোনও অঘটন ঘটেনি ৷ সময় থাকতেই সেটিকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে ৷ তরনতারনের অন্তর্গত সরহালি থানায় আরপিজির সাহায্যে হামলার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনার পরই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রাথমিকভাবে তাদের অনুমান, এই হামলার সঙ্গে ধৃত তিনজনের সম্পর্ক রয়েছে ৷ ধৃতদের কাছ থেকেই একটি লোডেড আরপিজি উদ্ধার করা হয়েছে ৷
এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে ৷ আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে ৷ তাঁদের প্রশ্ন, পুলিশই যদি নিরাপদ না থাকে, তাহলে আমজনতার সুরক্ষার দায়িত্ব কে নেবে !