পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IB alerts UP Cops : ভোট গণনার মধ্যে হিংসাত্মক ঘটনার আশঙ্কা, যোগী সরকারকে সতর্ক করল গোয়েন্দা দফতর - উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন 2022

আজ উত্তরপ্রদেশ-সহ 5 রাজ্যে ভোট গণনা ৷ এর মধ্যে উত্তরপ্রদেশ পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর (IB alerts UP Cops) ৷

Violence in UP
উত্তরপ্রদেশে হিংসাত্মক ঘটনার আশঙ্কা

By

Published : Mar 10, 2022, 12:20 PM IST

লখনৌ, 10 মার্চ : হিংসাত্মক ঘটনা ঘটতে পারে, জানাল গোয়েন্দা দফতর ৷ আজ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটগণনা চলছে ৷ এর মধ্যে যোগীরাজ্যের 17টি জেলায় গোলমালের আশঙ্কার কথা জানিয়েছে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি (Intelligence Bureau alert regarding violence in UP security increased in West UP including Kanpur Azamgarh) ৷

আইবি-র দেওয়া রিপোর্ট অনুযায়ী, কানপুর, মোরাদাবাদ, শাহরানপুর, সম্বল, মীরাট, বিজনৌর, জৌনপুর এবং আজমগড়-সহ মোট 17টি জেলায় প্রার্থীর পরাজয় হলে গন্ডগোল বাধতে পারে ৷ প্রার্থীর অনুগামীরা ঝামেলা করতে পারে ৷ এই রিপোর্ট পেয়ে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর এবং পুলিশ সতর্কতা অবলম্বন করেছে ৷ স্পর্শকাতর অঞ্চলগুলোতে আরও বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন : UP Assembly Election Result 2022 : বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার তখতের পথে যোগীই

রিপোর্টে এও দাবি করা হয়েছে, ভোট গণনায় যে সব প্রার্থীরা পিছিয়ে রয়েছেন, তাঁরাও গুজব ছড়িয়ে কর্মীদের উসকে দিতে পারেন ৷ যার ফলস্বরূপ এলাকাগুলোয় হতাহতের ঘটনা, গন্ডগোল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷

পুলিশের ডিজি সব জেলার পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, রাজ্যের পরিস্থিতির কোনও অবনতি যেন না হয় ৷ যে হিংসাত্মক ঘটনায় মদত জোগাবে, তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details