নয়াদিল্লি, 21 নভেম্বর: সমুদ্র নিরাপত্তায় এবার আরও হাত শক্ত হচ্ছে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) । সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া যুদ্ধজাহাজ ‘আইএনএস বিশাখাপত্তনম’ (INS Visakhapatnam) হাতে পেল তারা ৷ এই জাহাজে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি রয়েছে ৷ এই নিয়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী চতুর্থ যুদ্ধজাহাজ হাতে পেল ভারতীয় নৌসেনা ।
রবিবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে নৌসেনার হাতে এই যুদ্ধজাহাজ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath । সেখানে নাম না করে চিনকে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘নিজেদের ইচ্ছে মতো কিছু দেশ রাষ্ট্রপুঞ্জের সমুদ্র নিরাপত্তা আইন লঙ্ঘন করছে ৷ নিজেদের আধিপত্য বিস্তার করতে ভুল ব্যাখ্যা করছে আন্তর্জাতিক আইনের ৷’’
আরও পড়ুন:Kalraj-Sakkshi on Farm Laws : প্রয়োজনে ফের কৃষি আইন, মোদির ঘোষণার পরও মন্তব্য কলরাজ-সাক্ষীর
‘আইএনএস বিশাখাপত্তনম’-এর অন্তর্ভুক্তিতে সমুদ্র নিরাপত্তায় ভারতের হাত আরও শক্ত হল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ৷ কারণ ভারত মহাসাগর তথা দক্ষিণ চিন সাগরে যে ভাবে ড্রাগনের চোখরাঙানি উত্তরোত্তর বেড়েই চলেছে, তার মোকাবিলায় এই যুদ্ধজাহাজ ভারতের পক্ষে সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা ।