পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোহার টুকরোয় পরিণত হবে আইএনএস বিরাট, রায় সুপ্রিম কোর্টের - আইএনএস বিরাট

আইএনএস বিরাটকে স্ক্র্যাপে পরিণত করা হবে ৷ একটি বেসরকারি সংস্থার জনস্বার্থ মামলার শুনানিতে এমনই রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধিন ডিভিশন বেঞ্চ ৷ গত ফেব্রুয়ারি মাসে একটি সংস্থা আইএনএস বিরাটকে মিউজিয়াম হিসেবে তৈরি করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ সেই সংস্থার আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

ins-viraat-is-now-private-property-not-a-warship-anymore-sc-on-its-dismantling
লোহার টুকরোয় পরিণত হবে আইএনএস বিরাট, রায় সুপ্রিম কোর্টের

By

Published : Apr 5, 2021, 10:23 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল : আইএনএস বিরাটকে স্ক্র্যাপে পরিণত করা হবে ৷ একটি বেসরকারি সংস্থার জনস্বার্থ মামলার শুনানিতে এমনই রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ গত ফেব্রুয়ারি মাসে আইএনএস বিরাটকে ভাঙার কাজে স্থগিতাদেশ দেওয়ার পর আজ এই রায় দিল সুপ্রিম কোর্ট ৷ ইতিমধ্যেই, বাতিল হয়ে যাওয়া যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটের প্রায় 40 শতাংশ স্ক্র্যাপে পরিণত হয়েছে ৷

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে একটি সংস্থা আইএনএস বিরাটকে মিউজিয়াম হিসেবে তৈরি করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ ওই সংস্থা 100 কোটি টাকায় আইএনএস বিরাটকে কিনতেও চায় ৷ যারপরেই সুপ্রিম কোর্ট আইএনএস বিরাটকে ভাঙার কাজে স্থগিতাদের জারি করে ৷ কিন্তু, আজ এই মামলার শুনানিতে যুদ্ধ জাহাজটিকে স্ক্র্যাপ করার দায়িত্বে থাকা সংস্থার আইনজীবী আদালতে জানান, ‘‘আইএনএস বিরাটকে আবেদনকারী একটি পার্ক হিসেবে তৈরি করতে চায় ৷ আর তার জন্য তারা সরকারকে 40-60 শতাংশ টাকা ব্যয় করতে বলেছে ৷ তবে, প্রতিরক্ষা মন্ত্রক, গোয়া সরকার এবং গুজরাত দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি আইএনএস বিরাট ভাঙার কাজ বন্ধ হয়ে যাওয়ায়, তার যত্নের জন্য সরকারের প্রতিদিন 5 লক্ষ টাকা এবং মাসে 1.6 কোটি টাকা খরচ হচ্ছে ৷ পাশাপাশি এই যুদ্ধ জাহাজটি বর্তমানে একটি মৃত কাঠামোতে পরিণত হয়েছে ৷’’

আরও পড়ুন : আইএনএস বিরাটের ‘সলিলে’ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

যদিও, মামলাকারীর তরফে বলা হয়, তারা বিদেশ থেকে বিশেষজ্ঞদের ডেকে আইএনএস বিরাটকে নতুন করে তৈরি করতে পারবে ৷ তবে, সেই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যেখানে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘‘এই যুদ্ধ জাহাজ নিয়ে আবেদনকারীর আবেগ আমরা বুঝতে পারছি ৷ তবে, এটাকে পুনরায় সারাই করে তোলার কোনও উপায় নেই ৷ যেখানে 40 শতাংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে ৷ আর বিশেষ করে এটা বর্তমানে একটি ব্যক্তিগত সম্পত্তি ৷ তার উপর এটা এখন আর যুদ্ধ জাহাজ নেই ৷ আপনারা আদালতে আসতে অনেক দেরি করে ফেলেছেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details