পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INS Vikrant: দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে - আইএনএস বিক্রান্ত

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী (1st India-Made Aircraft Carrier) আইএনএস বিক্রান্তের (INS Vikrant) যাত্রা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে (PM Modi)৷ 20,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ ৷

INS Vikrant, 1st India-Made Aircraft Carrier, Commissioned By PM Modi
দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে

By

Published : Sep 2, 2022, 12:35 PM IST

Updated : Sep 2, 2022, 5:01 PM IST

কোচি, 2 সেপ্টেম্বর: যাত্রা শুরু করল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী (1st India-Made Aircraft Carrier) আইএনএস বিক্রান্ত (INS Vikrant)৷ কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরে ধূমধাম করে জলে ভাসানো হল এই যুদ্ধজাহাজকে ৷ 20,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে 45,000 টন ওজনের এই যুদ্ধজাহাজ ৷

লম্বায় 262 মিটার, চওড়া 62 মিটার - ভারতে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এই আইএনএস বিক্রান্ত (PM Modi commissions INS Vikrant)। এতে মিগ-29কে যুদ্ধবিমান ও হেলিকপ্টার-সহ 30টি বিমান রাখা যেতে পারে । বিক্রান্তে থাকতে পারবেন প্রায় 1,600 জন ক্রু ৷

আইএনএস বিক্রান্তের সফর শুরুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটি হল আত্মনির্ভর ভারত মিশনের প্রতিফলন । তাঁর কথায়, "আজ ভারত সেই দেশগুলির তালিকায় প্রবেশ করেছে যারা দেশীয়ভাবে এত বড় যুদ্ধজাহাজ তৈরি করতে পারে । বিক্রান্ত নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে ৷"

এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর নতুন পতাকাও উন্মোচন করেন । নতুন পতাকাটির উপরের ক্যান্টনে জাতীয় পতাকা রয়েছে । নোঙরের উপরে বসানো আছে জাতীয় প্রতীক ও নীল অষ্টভুজাকার বস্তু ৷ তার উপর সুপারইম্পোজ করা রয়েছে নৌবাহিনীর লক্ষ্য ৷ নৌবাহিনীর নয়া এই চিহ্ণ প্রদর্শনের ভিডিয়োতে বলা হয়েছে, "দুটি সোনালি সীমানা-সহ অষ্টভুজাকার আকৃতি মহান ভারতীয় সম্রাট, ছত্রপতি শিবাজি মহারাজের সীলমোহর থেকে অনুপ্রেরণা নিয়ে আঁকা হয়েছে ৷ শিবাজির দূরদর্শী সামুদ্রিক দৃষ্টিভঙ্গি একটি বিশ্বাসযোগ্য নৌ বহর প্রতিষ্ঠা করেছে ৷" এই নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে, নতুন নৌ চিহ্ন গ্রহণ করে ভারত তার বুক থেকে দাসত্বের বোঝা সরিয়ে নিয়েছে ।

আরও পড়ুন:মাছ, নদী থেকে পৌরাণিক চরিত্র, শত্রুকে টক্কর দেওয়া নৌসেনা জাহাজের নামকরণ এভাবেই

আইএনএস বিক্রান্তে শুরুর দিকে মিগ ফাইটার এবং কিছু হেলিকপ্টার থাকবে । এক দশকেরও বেশি সময় ধরে এই যুদ্ধজাহাজটির কাজ চলছিল । গত বছরের 21 অগস্ট থেকে সমুদ্রে বহুবার ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে আইএনএস বিক্রান্ত ৷ বর্তমানে ভারতের কাছে একটি মাত্র বিমানবাহী রণতরী রয়েছে ৷ তা হল আইএনএস বিক্রমাদিত্য ৷ যেটি একটি রাশিয়ান প্ল্যাটফর্মে নির্মিত ।

Last Updated : Sep 2, 2022, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details