পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: নেতাজির প্রতি অবিচার হয়েছে, সাভারকর-সুভাষকে এক আসনে বসালেন অমিত - RSS

অমিত পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে নেতাজির অবমাননার অভিযোগ তুললেও, আট মাস আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৷

injustice-was-done-to-netaji-claims-amit-shah-attacking-congress-in-andaman
ফের অমিত-বাণী

By

Published : Oct 16, 2021, 5:56 PM IST

Updated : Oct 16, 2021, 9:23 PM IST

পোর্ট ব্লেয়ার, 16 অক্টোবর : ভোটের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননার অভিযোগ উঠেছিল বিজেপি-র বিরুদ্ধে ৷ তার পর আট মাস কেটে গিয়েছে ৷ বাংলায় পদ্ম ফোটানোর স্বপ্নও অধরা থেকে গিয়েছে গেরুয়া শিবিরের । সেই ক্ষতে প্রলেপ দিয়ে ফের নেতাজিকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আন্দামানে গিয়ে নেতাজির ‘অবমাননা’ নিয়ে সরব হলেন তিনি৷ তাঁর অভিযোগ, নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি । তাঁর সঙ্গে অন্যায় হয়েছে ।

বর্তমানে আন্দামান সফরে রয়েছেন অমিত ৷ শনিবার নেতাজির নামে নামাঙ্কিত পূর্বতন রস আইল্যান্ডে গিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন তিনি ৷ সেখানেই নেতাজির প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ অমিত বলেন, ‘‘বহু বছর ধরে স্বাধীনতা সংগ্রামের নায়কদের ভাবমূর্তি খর্ব করার চেষ্টা চলে এসেছে ৷ কিন্তু এখন সময় এসেছে, ইতিহাসে তাঁদের সঠিক জায়গা দেওয়ার ৷ দেশের জন্য যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, ইতিহাসে তাঁদের সঠিক জায়গা দেওয়া প্রয়োজন ৷ সেই কারণেই নেতাজির নামে এই দ্বীপের নামকরণ করেছি আমরা ৷ এ বছর আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি আমরা ৷ একই সঙ্গে পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী ৷’’

আরও পড়ুন: Prashant Kishor : প্রিয়ঙ্কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় শঙ্কিত রাহুল, দাবি প্রশান্তর

এর আগে, শুক্রবার ব্রিটিশদের কাছে ক্ষমাপ্রার্থী বিনায়ক দামোদর সাভারকরের সমালোচনা প্রাপ্য নয় হলে মন্তব্য করেছিলেন অমিত ৷ শনিবার সেই সাভারকরের সঙ্গে কার্যত একই আসনে নেতাজিকে বসাতে দেখা যায় তাঁকে ৷ তাঁর কথায়, ‘‘নেতাজির জীবনের দিকে চোখ রাখলেই বোঝা যায়, তাঁর সঙ্গে কত অবিচার হয়েছে ৷ ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল, তাঁকে তা দেওয়া হয়নি ৷ এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীতার পুণ্যভূমি ৷ দেশের যুবসমাজকে বলব, এক বার অন্তত এখানে আসতেই হবে ৷ সাভারকর এবং নেতাজি আজও এখানকার বাতাসে মিশে রয়েছেন ৷’’

তবে অমিত পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে নেতাজির অবমাননার অভিযোগ তুললেও, আট মাস আগে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তাদের বিরুদ্ধেই নেতাজির সম্মানহানির অভিযোগ উঠেছিল । গেরুয়া হাওয়ার দাপটে তখন মানুষের মন পড়াই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে । এমনই এক সময়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে , যা গত কয়েক বছরে বিজেপি-র রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে ৷ সেই ঘটনায তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে ৷ সংঘ পর্যন্ত এই ঘটনার তীব্র সমালোচনা করেছিল ।

আরও পড়ুন: Singhu Border Killing: সিঙ্ঘু সীমানা থেকে আন্দোলন সরাতে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

এ নিয়ে কংগ্রেসের তরফে বা বসু পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না এলেও, দু’দিন আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাভারকরের ‘মাহাত্ম্য’ প্রচারে নামলে, সেই সময় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন নেতাজির প্রপৌত্র তথা বিজেপি-র সদস্য চন্দ্রকুমার বসু ৷ রাজনাথের মন্তব্য নিয়ে টুইটারে তিনি লেখেন, ‘সাভারকরের যোগদান থাকলেও, প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা রয়েছে ৷ 11 বছর সেলুলার জেলে ছিলেন, যা মোটেই লঘু বিষয় নয় ৷ তুলনা করা উচিত নয়, তবে সাভারকর না ভগৎ সিং ছিলেন, না নেতাজি সুভাষচন্দ্র বসু ৷’ অর্থাৎ অমিত সাভারকর এবং নেতাজিকে এক আসনে বসাতে চাইলেও, বসু পরিবারের সদস্য চন্দ্রকুমার আগেই বুঝিয়ে দিয়েছেন, দু’জনের কোনও তুলনাই চলে না ৷

Last Updated : Oct 16, 2021, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details