আগরতলা (ত্রিপুরা), 6 জানুয়ারি: সীমান্তে নজরদারিতে (Border Surveillance) 2022 সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিএসএফ (BSF) ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফের তরফে সাম্প্রতিক বার্ষিক প্রেস বিবৃতি দেওয়া সম্প্রতি ৷ সেখানেই এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ নিষিদ্ধ সামগ্রী 2020 ও 21 সালের তুলনায় 2022 সালে বেশি উদ্ধার হয়েছে ৷ তাছাড়া অনুপ্রবেশের অভিযোগে অনেক বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে ৷
বিএসএফের তরফে দেওয়া ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে ত্রিপুরায় (Tripura) 586 কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) পাহারা দিচ্ছেন তাদের জওয়ানরা ৷ 2022 সালে 59 জন রোহিঙ্গা (Rohinga), 160 জন ভারতীয় ও 150 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও সীমান্তে অন্য অপরাধ করার জন্য গ্রেফতার করেছে ।
2021 সালে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার (BSF Tripura Frontier) 97 জন বাংলাদেশি এবং 118 জন ভারতীয় নাগরিক এবং ছ’জন অন্যান্য বিদেশি নাগরিক-সহ মোট 221 জনকে আটক করে ৷ সীমান্তে অবৈধভাবে পারাপারের অভিযোগেই তাদের আটক করা হয় ৷ 2020 সালে 128 জনকে একই কারণে গ্রেফতার করা হয় ।