কুপওয়ারা, 26 অক্টোবর: অনুপ্রবেশ করার চেষ্টা করায় জম্মু ও কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাঁচ লস্কর জঙ্গি নিহত ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ৷ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর তরফে দাবি করা হয়েছে যে ওই জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করছিল ৷ তখনই এই ঘটনা ঘটে ৷
সেনাবাহিনীর চিনার কর্পসের শ্রীনগরের একজন মুখপাত্র সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে অনুপ্রবেশের সম্ভাবনার তথ্য আগেই এসেছিল ৷ সেই মতো বুধবার রাত থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি যৌথ অভিযান শুরু করে ৷ সেই অভিযানেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে । কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা জওয়ানদের সতর্ক করা হয়েছে ৷ এখনও ওই এলাকায় তল্লাশি চলছে ৷
যদিও সেনাবাহিনী এখনও কোনও জঙ্গিকে হত্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি ৷ কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে ৷ এখনও এনকাউন্টার চলছে । সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতিতে কাশ্মীর জোন পুলিশের একজন মুখপাত্র লিখেছেন, "কুপওয়ারা পুলিশের দেওয়া একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, মাচাল সেক্টরে একটি এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়েছে । অপারেশন চলছে । আরও বিশদ বিবরণ দেওয়া হবে পরে ৷"