পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Thane Building Collapse: মধ্যরাতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ, মৃত 8 মাসের শিশু-সহ 2

মহারাষ্ট্রের থানেতে বাড়ির কার্নিশ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ৷ এতে মৃত্যু হল 8 মাসের শিশুর ৷ প্রাণ হারিয়েছেন এক মহিলাও ৷ গুরুতর জখম 5 জন ৷ বাড়িটি বিপজ্জনক ছিল বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
মহারাষ্ট্রে বাড়ি ভেঙে মৃত্যু এক শিশু ও মহিলার

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 11:53 AM IST

ভিওয়ান্ডি (মহারাষ্ট্র), 3 সেপ্টেম্বর: দোতলা বাড়ির একটি অংশ ভেঙে পড়ল ৷ তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে 8 মাসের এক শিশুর এবং এক মহিলার ৷ শনিবার মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ পিটিআই সূত্রে খবর 2 জনের মৃত্যু ছাড়া 5 জন গুরুতর জখম হয়েছেন ৷

গৌরীপদ সাহিল হোটেল এলাকায় এই দোতলা বাড়িটি অবস্থিত ৷ 40 বছরেরও বেশি পুরনো বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল ৷ এএনআই সূত্রে খবর, বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় ছিল ৷ স্থানীয় পৌরনিগম নোটিশ জারি করে বাড়িটি খালি করার নির্দেশও দিয়েছিল ৷ কিন্তু বাড়িটিতে বসবাসকারীরা কেউ তাতে কর্ণপাতও করেনি ৷ বাড়িটির নীচের তলায় একটি সুতো বোনার কারখানা রয়েছে ৷ এছাড়া নীচের ও উপরের তলটি বসবাসস্থল হিসেবে ব্যবহার করা হত ৷

থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান ইয়াসিন তাড়ভি বলেন, "ধোবি তালাওয়ের দুর্গা রোডে অবস্থিত দোতলা বাড়িটিতে ছ'টি ফ্ল্যাট ছিল ৷" খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় থানের বিপর্যয় মোকাবিলা বাহিনী টিডিআরএফ ৷ পাশাপাশি ভিওয়ান্ডি নিজামপুর পৌরনিগমের আধিকারিকরাও ছুটে আসে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ধ্বংসাবশেষের তলায় কারা আটকে রয়েছে, তা জানতে রাতেই সন্ধান চালিয়েছে উদ্ধারকারী দল ৷ 7 জনকে বের করে আনা হয়েছে ৷ মৃত দু'জনের মধ্যে একজন মহিলা উজমা আতিফ মোমিন (40) এবং তসলিমা মোসার মোমিন (8 মাস) ৷ আহতদের মধ্যে 4জনই মহিলা এবং এক 65 বছর বয়সি প্রৌঢ় রয়েছেন ৷ তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: হিমাচলে ভয়াবহ ধস, মুহূর্তে ধুলোয় মিশল পাহাড়ের কোলে থাকা 8টি বাড়ি

রবিবার ভোর 3.30টে নাগাদ ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ হয় ৷ সূত্রের খবর, শনিবার মধ্যরাতে বাড়িটার কার্নিশ হঠাৎ ভেঙে পড়ে যায় ৷ এর ফলে একতলায় বসবাসকারী লোকজন চাপা পড়ে যায় ৷ প্রথমে স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগিয়েছিল ৷ (খবরসূত্র: পিটিআই ও এএনআই)

ABOUT THE AUTHOR

...view details