ভিওয়ান্ডি (মহারাষ্ট্র), 3 সেপ্টেম্বর: দোতলা বাড়ির একটি অংশ ভেঙে পড়ল ৷ তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে 8 মাসের এক শিশুর এবং এক মহিলার ৷ শনিবার মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ পিটিআই সূত্রে খবর 2 জনের মৃত্যু ছাড়া 5 জন গুরুতর জখম হয়েছেন ৷
গৌরীপদ সাহিল হোটেল এলাকায় এই দোতলা বাড়িটি অবস্থিত ৷ 40 বছরেরও বেশি পুরনো বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল ৷ এএনআই সূত্রে খবর, বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় ছিল ৷ স্থানীয় পৌরনিগম নোটিশ জারি করে বাড়িটি খালি করার নির্দেশও দিয়েছিল ৷ কিন্তু বাড়িটিতে বসবাসকারীরা কেউ তাতে কর্ণপাতও করেনি ৷ বাড়িটির নীচের তলায় একটি সুতো বোনার কারখানা রয়েছে ৷ এছাড়া নীচের ও উপরের তলটি বসবাসস্থল হিসেবে ব্যবহার করা হত ৷
থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান ইয়াসিন তাড়ভি বলেন, "ধোবি তালাওয়ের দুর্গা রোডে অবস্থিত দোতলা বাড়িটিতে ছ'টি ফ্ল্যাট ছিল ৷" খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় থানের বিপর্যয় মোকাবিলা বাহিনী টিডিআরএফ ৷ পাশাপাশি ভিওয়ান্ডি নিজামপুর পৌরনিগমের আধিকারিকরাও ছুটে আসে ৷