পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কারখানাগুলি অক্সিজেনের জন্য় অপেক্ষা করতে পারে, রোগীরা নয় : দিল্লি হাইকোর্ট - growing covid cases

করোনা দ্বিতীয় ঢেউ বাড়তে শুরু করায় অক্সিজেনের আকাল শুরু হয়েছে ৷ অনেকেই অভিযোগ করেছেন, অক্সিজেনের ঘাটতির জন্য় মৃত্য়ু হচ্ছে অনেক রোগীর ৷ এমনকি বিভিন্ন রাজ্য়ের তরফেও এই অভিযোগ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি মামলার শুনানিতে আজ ওই মন্তব্য় করে দিল্লি হাইকোর্ট ৷

oxygen
অক্সিজেন

By

Published : Apr 20, 2021, 2:18 PM IST

Updated : Apr 20, 2021, 4:13 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : শিল্প কারখানাগুলিতে এখন অক্সিজেন না পাঠালেও চলবে ৷ কিন্তু করোনা রোগীদের তা অত্য়ন্ত জরুরি ৷ আজ একটি মামলার শুনানিতে এই মন্তব্য় করল দিল্লি হাইকোর্ট ৷

করোনা দ্বিতীয় ঢেউ বাড়তে শুরু করায় অক্সিজেনের আকাল শুরু হয়েছে ৷ অনেকেই অভিযোগ করেছেন, অক্সিজেনের ঘাটতির জন্য় মৃত্য়ু হচ্ছে অনেক রোগীর ৷ এমনকী বিভিন্ন রাজ্য়ের তরফেও এই অভিযোগ করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি মামলার শুনানিতে আজ ওই মন্তব্য় করে দিল্লি হাইকোর্ট ৷

আরও পড়ুন-শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে কমিশনে স্মারকলিপি তৃণমূলের

দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাংঘি এবং রেখা পাল্লির ডিভিশন বেঞ্চে আজ ওই সংক্রান্ত বিষয়ে শুনানি ছিল ৷ সেসময় বিচারপতিদের বেঞ্চ জানায়, অক্সিজেনের জন্য় শিল্পকারখানাগুলি অপেক্ষা করতে পারবে কিন্তু রোগীরা অপেক্ষা করতে পারবে না ৷ এরপরই কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এই মুহূর্তে কি কারখানাগুলিতে অক্সিজেন না পাঠিয়ে রোগীদের দেওয়া যেতে পারে ?

এর আগে রবিবার অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সরকারের তরফে জানানো হয়েছিল, 9টি বিশেষ ক্ষেত্র ছাড়া সমস্ত শিল্প ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এরপরই আজ দিল্লি হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে ওই 9টি ক্ষেত্র কী কী যাদের অক্সিজেন সরবরাহ বন্ধ করা গেল না ?

এবিষয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জরুরি কাজে ব্য়বহার ছাড়া সমস্ত শিল্প কারখানায় অক্সিজেন ব্য়বহার নিষিদ্ধ করা হয়েছে ৷ আগামী 22 এপ্রিল থেকে তা কার্যকর করা হবে ৷

Last Updated : Apr 20, 2021, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details