নয়াদিল্লি, 25 অগস্ট: চন্দ্রযান-3 অভিযানের সাফল্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে গিয়ে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷ ভারতের এই চন্দ্রাভিযানের এই সাফল্যকে নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি নির্বাচনী ময়দানে ফায়দা তোলার কাজে ব্যবহার করতে পারেন বলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ ইটিভি ভারতের রাকেশ ত্রিপাঠীর সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে তাঁর মত জানিয়েছেন সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি (CSDS) এর ডিরেক্টর সঞ্জয় কুমার ৷
প্রশ্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মনে করা হচ্ছে এইভাবে তিনি আসলে এই সাফল্যকে আগামী ভোটের জন্য প্রাচারের কাজে ব্যবহার করতে চাইছেন ৷ কিন্তু সত্যিই কি এভাবে ভোট পাওয়া সম্ভব ?
উত্তর:বর্তমান রাজনীতিতে ন্যারেটিভ মূলক প্রচার এক বড় ভূমিকা পালন করে ৷ প্রধানমন্ত্রী গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে নেমে ইসরো দফতরে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে যাবেন, হয়তো এর মাধ্যমে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়ে চাইছেন যে তাঁর সববিষয়ে নজর আছে ৷ সব বিষয়ে এইভাবে যুক্ত হওয়া, গুরুত্ব দেওয়া এর ফলে একটা সদর্থক বার্তা দেওয়া সম্ভব ৷ কিন্তু এর ফলে সরাসরি সরকারের পক্ষে এক বা দুই শতাংশ ভোট বাড়বে এটা বলা যায়না ৷
প্রশ্ন:যাঁরা রাজনীতি বোঝেন ও এর গতিপ্রকৃতির দিনে নজর রাখেন তাঁরা অনেক সময় বলে থাকেন এইসব সুযোগ রাজনীতিবিদদের হাতছাড়া করা উচিত নয়, এটা ঠিক ?