পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Politics on Chandrayaan-3: চন্দ্রযানের সাফল্যে নেহরুর প্রসঙ্গ টেনে রাজনৈতিক তর্জা কাম্য নয়, মত সিএসডিএস ডিরেক্টরের - ইটিভি ভারত সাক্ষাৎকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি চন্দ্রযান-3 এর সাফল্যকে ভোটের প্রচারে কাজে লাগাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ এই বিষয়ে তাঁর মতামত জানালেন, সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি (CSDS) এর ডিরেক্টর সঞ্জয় কুমার ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 10:54 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: চন্দ্রযান-3 অভিযানের সাফল্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে গিয়ে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী ৷ ভারতের এই চন্দ্রাভিযানের এই সাফল্যকে নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি নির্বাচনী ময়দানে ফায়দা তোলার কাজে ব্যবহার করতে পারেন বলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ ইটিভি ভারতের রাকেশ ত্রিপাঠীর সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে তাঁর মত জানিয়েছেন সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি (CSDS) এর ডিরেক্টর সঞ্জয় কুমার ৷

প্রশ্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মনে করা হচ্ছে এইভাবে তিনি আসলে এই সাফল্যকে আগামী ভোটের জন্য প্রাচারের কাজে ব্যবহার করতে চাইছেন ৷ কিন্তু সত্যিই কি এভাবে ভোট পাওয়া সম্ভব ?

উত্তর:বর্তমান রাজনীতিতে ন্যারেটিভ মূলক প্রচার এক বড় ভূমিকা পালন করে ৷ প্রধানমন্ত্রী গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরুতে নেমে ইসরো দফতরে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে যাবেন, হয়তো এর মাধ্যমে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়ে চাইছেন যে তাঁর সববিষয়ে নজর আছে ৷ সব বিষয়ে এইভাবে যুক্ত হওয়া, গুরুত্ব দেওয়া এর ফলে একটা সদর্থক বার্তা দেওয়া সম্ভব ৷ কিন্তু এর ফলে সরাসরি সরকারের পক্ষে এক বা দুই শতাংশ ভোট বাড়বে এটা বলা যায়না ৷

প্রশ্ন:যাঁরা রাজনীতি বোঝেন ও এর গতিপ্রকৃতির দিনে নজর রাখেন তাঁরা অনেক সময় বলে থাকেন এইসব সুযোগ রাজনীতিবিদদের হাতছাড়া করা উচিত নয়, এটা ঠিক ?

উত্তর: একজন নেতার অবশ্যই এই ধরনের সুযোগ নষ্ট করা উচিত নয় ৷ একজন পরিণত রাজনীতিবিদের এর সুযোগ নেওয়া উচিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও তা সত্যি ৷

আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান রোভার, ভিডিয়ো প্রকাশ ইসরোর

প্রশ্ন: কংগ্রেস চন্দ্রযান-3 এর সাফল্যকে জওহরলাল নেহরুর দূরদর্শিতার সঙ্গে জুড়ে দিচ্ছে এবং বলছে তাঁর সময়েই ইসরোর পথচলা শুরু হয় ৷ এর ফলে কী বার্তা যাচ্ছে ?

উত্তর:এমন সময়ে যখন এই ধরনের আলোচনা করা হয় এবং বলা হয় তা নেহরুর সময়ের অবদান, তা হয়তো এই সাফল্যকেই অবমাননা করে ৷ তাই যখন একটি রাজনৈতিক দল এইরূপ আচরণ করে, আম জনতা তা ভালোভাবে নেন না ৷ আমি আশা করি এক্ষেত্রে অন্তত বিভিন্ন দলের নেতারা বিচক্ষণতার পরিচয় দেবেন ৷ যদি রাজনীতির জন্য এসব করতেই হয়, তাহলে তা পরে করাই ভালো ৷ ঐতিহ্যের কৃতিত্ব এই ধরনের লড়াই কাম্য না এবং তা ভালো বার্তাও দেয় না ৷

ABOUT THE AUTHOR

...view details