মুম্বই, 20 মে : বুধবারই ট্রায়াল কোর্টের মতামত নিয়ে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছিল ৷ শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবার মুম্বইয়ের বাইকুলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যাকাণ্ডে (Sheena Bora murder case) মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ দীর্ঘ সাড়ে ছ'বছর পর সংশোধনাগার থেকে বেরিয়ে ইন্দ্রাণী জানালেন, সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করায় তিনি খুশি (Indrani Mukherjea released from Byculla jail) ৷
আইনজীবী সানা রাইস খানের সঙ্গেই এদিন সংশোধনাগারের বাইরে পা-রাখেন শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ৷ কলপ করা চুলে সন্ধে সাড়ে 5টা নাগাদ এদিন সংশোধনাগারের বাইরে পা-রাখেন ইন্দ্রাণী ৷ বাইরে অপেক্ষমান সংবাদমাধ্যমের দিকে হাত নেড়ে গাড়িতে ওঠেন তিনি ৷ ইন্দ্রাণীর জামিনের পরিপ্রেক্ষিতে বেঞ্চ জানায়, "আমরা এই মামলাটির বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না ৷ বিচারপ্রক্রিয়ায় 50 শতাংশ সাক্ষ্যপ্রদান সম্পূর্ণ হলেও ট্রায়াল এখুনি শেষ হবে না ৷ ট্রায়াল কোর্টের মত নিয়ে আপাতত তাকে জামিন দেওয়া হচ্ছে ৷ একই ভাবে পিটার মুখোপাধ্যায়ের জামিনও মঞ্জুর করা হয়েছিল ৷ এক্ষেত্রেও সেটাই করা হচ্ছে ৷"