হলদোয়ানি, 13 জানুয়ারি : ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের জন্য নৈনিতালের সাংসদ অজয় ভাট ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে৷ ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই রাস্তার কৌশলগত গুরুত্ব অনেক বেশি৷ সেই কারণেই এই প্রকল্প নিয়ে একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অজয় ভাট৷ চিঠিতে তিনি লিখেছেন যে এই প্রকল্পের কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব অনেক৷
নৈনিতালের সাংসদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পুরানো জগধ সেতুর 109 নম্বর জাতীয় সড়ক থেকে ভারত-নেপাল সীমান্তের 802/11 স্তম্ভ পর্যন্ত এই রাস্তাকে চার লেনের করা হচ্ছে৷ এই রাস্তা দিয়ে ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যিক গাড়িগুলি যাতায়াত করতে পারবে৷ এর ফলে উভয় দেশই কৌশলগত ও বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে তাঁর দাবি৷