পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indo-Bangladesh Border Haat: করোনা ভয় অতীত, দীর্ঘ সাড়ে তিন বছর পর ত্রিপুরায় খুলল সীমান্ত হাট - ত্রিপুরা সীমান্ত হাট

দীর্ঘ প্রায় সাড়ি তিন বছর পর দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরের ভারত-বাংলাদেশ বর্ডারে খুলল সীমান্ত হাট ৷ খুশি ক্রেতা থেকে বিক্রেতা সকলে ৷

Etv Bharat
হাটের ছবি

By

Published : May 10, 2023, 8:49 PM IST

আগরতলা, 10 মে: দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর খুলল ত্রিপুরার শ্রীনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত হাট ৷ করোনা সংক্রমণের কারণে 2020 সালের প্রথম দিকে বন্ধ হয়ে গিয়েছিল এই হাট ৷ তারপর থেকে বন্ধই ছিল এই সীমান্ত হাট ৷ উল্লেখ্য, ত্রিপুরায় দুটি সীমান্ত হাট আছে ৷ তারমধ্যে দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরের সীমান্ত হাটটি এদিন খুলল ৷ এদিন সীমান্তের গেট খুলে দেওয়া হয় ফলে দুই প্রান্তের ব্যবসায়ী, হকার ও ভেন্ডাররা ওই এলাকায় আসেন ব্যবসার জন্য ৷ আসেন দুই পাড়ের ক্রেতারাও ৷ এদিন হাট দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটকরাও ৷

এই ধরনের সীমান্ত হাটগুলিকে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক আদানপ্রদানের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ দক্ষিণ ত্রিপুরার ফেণি জেলার বাসিন্দাদের রোজগারে এই হাটকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয় ৷ এই সীমান্ত হাট পুনরায় খোলা প্রসঙ্গে ত্রিপুরা সরকারের একটি সূত্রে বলা হয়েছে, বাংলাদেশ প্রশাসনের সঙ্গে দীর্ঘ কয়েক দফার আলোচনার পর এই হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আলোচনা করা হয় বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটি-সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ৷ কোভিড সংক্রমণের কারণে এই হাট বন্ধ থাকায় দুই দেশের বহু ব্যবসায়ীই এতদিন অর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন ৷ ক্ষতির সম্মুখীন সেই ব্যবসায়ীর সংখ্যাটা প্রায় 400 ৷ এই হাটে ব্যবসা করার জন্য নথিভুক্ত মোট ভেন্ডারের সংখ্যা 1 হাজার 200 বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ এই হাটের জন্য তাদের সকলকে বিশেষ পরিচয়পত্রও দেওয়া হয়েছে ৷

ত্রিপুরার এই সীমান্ত হাট নানা কারণে জনপ্রিয় ৷ বিশেষত টাটকা মাছ কেনার জন্য এই হাটে ভিড় জমান ক্রেতারা ৷ বাংলাদেশ থেকে প্রচুর টাটকা মাছ আসে এই হাটে ৷ এটাই এই হাটের বিশেষত্ব ৷ দীর্ঘ কয়েক বছর পর এই হাট খোলায় খুশি ব্যবসায়ী এবং হকাররা ৷ একজন ব্যবসায়ীর কথায়, "আমি বাংলাদেশ থেকে এসেছি ৷ করোনার জন্য দীর্ঘ বহু মাস এই হাট বন্ধ ছিল ৷ সরকার এতদিন পর এই হাট খোলার সিদ্ধান্ত নেওয়ায় দুই পাড়ের ব্যবসায়ীরাই খুশি ৷" এই ধরনের হাট থেকে দুই দেশের বাসিন্দারা অপর দেশে তৈরি নানা জিনিস ক্রয় করতে পারেন ৷ তাই এই হাট খোলায় ক্রেতারাও খুশি ৷

আরও পড়ুন: স্বাভাবিকের পথে মণিপুর, চলছে সেনার টহল

ABOUT THE AUTHOR

...view details